সংবাদ শিরোনাম ::
মাটিরাঙ্গায় নিজ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা:
- আপডেট টাইম : ০৩:১৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ২৬৫ ১৫০.০০০ বার পাঠক
মোঃ আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিজের ঘর থেকে জরিনা বেগম (৪৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে মাটিরাঙা থানা পুলিশ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালের দিকে পুলিশ পশ্চিম মুসলিম পাড়ার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
জরিনা বেগম মাটিরাঙ্গা পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের পশ্চিম মুসলিম পাড়া গ্রামের মৃ: আলেম ফকির এর স্ত্রী। তিনি মুসলিম পাড়ার আইযুব আলী সর্দারের বাড়ীতে বুয়ার কাজ করতেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, জরিনা বেগম তিন ছেলে ও এক মেয়ের জননী। একমাত্র মেয়ের বিয়ে দিয়েছেন। দুই ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেছে। এদের একজন তৈকাতাং ও অন্যজন চট্টগ্রামে বসবাস করেন। তিনি একাই বাড়িতে বসবাস করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী বলেন, লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।
আরো খবর.......