১৫৯ রানে এগিয়ে থেকে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
- আপডেট টাইম : ০৬:৫০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ২২৮ ৫০০০.০ বার পাঠক
খেলার রিপোর্ট।।
১৫৯ রানের লিড, মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১১৫ রান। ১৫৯ রানে এগিয়ে বাংলাদেশ। ৩২ রানে অপরাজিত রয়েছেন লিটন দাস। এখনো রানের খাতা খুলতে পারেননি নুরুল হাসান সোহান।
প্রথমে ইনিংসে বাংলাদেশের করা ৩৩০ রানের জবাবে ২৮৬ রানে থামে পাকিস্তান।
মিরাজকে ফেরালেন সাজিদ
প্রথম ইনিংসে ৩৮ রানের কার্যকর ইনিংস খেলেন মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় ইনিংসেও দারুণ কিছুর আভাস দিচ্ছিলেন। সাজিত খানের স্পিনে খেই হারান। এলবিডব্লিউর শিকার হয়ে ফেরেন মিরাজ (১১ রান)।
ইয়াসিরের ‘কনকাশন’ বদলি সোহান
দারুণ ব্যাট করছিলেন ইয়াসির আলি রাব্বি। শাহিন আফ্রিদির গতিময় বাউন্সার সামলাতে পারেননি তিনি।বল লাগে হেলমেটে। চেষ্টা করেছিলেন ক্রিজে থাকার। পারেননি। ইয়াসিরের ‘কনকাশন’ বদলি হিসেবে মাঠে নামার অনুমতি পেয়েছেন নুরুল হাসান সোহান। আইসিসির নিয়ম অনুযায়ী, কনকাশনের লক্ষণ বা সম্ভাবনা থাকলে চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী ম্যাচ রেফারির অনুমোদন সাপেক্ষে ‘লাইক-ফর-লাইক’ বদলি নামানো যায়। বদলি হিসেবে নামার পর থেকে যিনি করতে পারেন সবকিছুই।
হেলমেটে বল লাগায় মাঠ ছাড়লেন ইয়াসির
প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাট করছিলেন ইয়াসির আলি রাব্বি। ষষ্ঠ উইকেটে লিটন দাসের গড়েন ৪৭ রানের জুটি। এরই মধ্যে শাহিন শাহ আফ্রিদির বাউন্সার লাগে ইয়াসিরের হেলমেটে। সেসময় তেমন সমস্যা হয়নি। কিছু সময় পর মাঠ ছাড়েন ইয়াসির। রিটায়ার্ড হার্ট হয়ে ফেরার সময় ৩৬ রানে অপরাজিত ছিলেন তিনি।
মুশফিককে হারিয়ে দিন শুরু বাংলাদেশের
প্রথম ইনিংসে ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেন মুশফিকুর রহীম। তখনও গুরুত্বপূর্ণ সময়ে দলের হাল ধরেছিলেন। দ্বিতীয় ইনিংসেও টপ অর্ডারদের ব্যর্থতায় আরেকবার মুশফিকের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ দল। চতুর্থ দিনের শুরুটা মুশফিক করেছিলেন বাউন্ডারি হাঁকিয়ে। ছন্দে থাকা হাসান আলি এক বল পরই দারুণ এক ডেলিভারিতে সাজঘরের পথ ধরান মুশফিককে (১৬ রান)।