বাংলাদেশকে ২০ লাখ করোনার টিকা উপহার দেবে ফ্রান্স

- আপডেট টাইম : ১২:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ৩১৭ ১৫০০০.০ বার পাঠক
অনলাইন প্রতিবেদক।।
বাংলাদেশকে করোনা ভাইরাসের ২০ লাখ টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। ফ্রান্সে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ফ্রান্সের পক্ষ থেকে বাংলাদেশকে ২০ লাখ টিকা উপহারের ঘোষণা দেওয়া হয়।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
মঙ্গলবার দুপুরে প্যারিস সফরের প্রথম দিনে এলিসি প্রাসাদে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাসাদে পৌঁছালে প্রেসিডেনশিয়াল গার্ডরা প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেন। এরপর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দফা ছবি তোলেন। পরে দুই নেতা এলিজি প্রাসাদে একসঙ্গে মধ্যাহ্ন ভোজ এবং বৈঠক করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মণি, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্যারিসে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা।