সংবাদ শিরোনাম ::
৩নং দক্ষিণ দূর্গাপুর মডেল ইউনিয়নের সব কয়টি-গ্রামের রাস্তার সংস্কার এর কাজ করা দরকার।
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:৫২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ৫৭৬ ৫০০০.০ বার পাঠক
মোহাম্মদ আবু কাউসার তুষার।।
দেশের কুমিল্লা জেলার সব কয়টি ইউনিয়ন ও মডেল ইউনিয়ন এর মধ্যে-সদর এর ৩নং দঃ দূর্গাপুর মডেল ইউনিয়ন অন্যতম।উক্ত ইউনিয়ন তথ্য মতে-২২টি গ্রাম দ্বারা গঠিত।
ইউনিয়ন এর মাঝদিয়ে-ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ও প্রস্তাবিত ট্রান্স এশিয়া মহাসড়ক অবস্থিত।
সূত্র তথ্য মতে জানান-উক্ত ইউনিয়নের প্রায় সবকয়টি গ্রামের পাকা রাস্তার-বেহাল অবস্থা।তথ্য মতে-উক্ত ইউনিয়ন বাসী ছাড়া ও রাস্তা গুলো ব্যাবহার করে-দেশও বিদেশের লোকজন-বাইপাস হিসেবে।মালবাহী ও যাত্রীবাহী পরিবহন উক্ত ইউনিয়নের প্রায় সব রাস্তা দিয়ে চলাচল করে।এতে সরকারের অনেক রাজস্ব আসে-পরিবহনের ভিন্ন খাত হতে।এলাকাবাসী জানান-ইউনিয়নের রাস্তাগুলো পুনরায় সংস্কার করে-যাত্রী ও মালবাহী পরিবহনের অবাধ চলাচলের সুযোগ করে দিলে-এ এলাকা ও সরকারের অর্থনৈতিক চালিকা শক্তি বাড়ত।
আরো খবর.......