বরিশাল মহানগরসহ ৪ জেলায় বিএনপির কমিটি ঘোষণা
- আপডেট টাইম : ১১:০৮:২০ পূর্বাহ্ণ, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১৯২ ৫০০০.০ বার পাঠক
বরিশাল বিভাগ থেকে।।
বরিশাল মহানগরসহ চার জেলা ও মহানগরে নতুন কমিটি দিয়েছে বিএনপি। এসব জেলা শাখায় আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বরিশাল মহানগরে আহ্বায়ক করা হয়েছে মনিরুজ্জামান ফারুককে। ১নং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আলী হায়দার বাবুল ও সদস্য সচিব করা হয়েছে মীর জাহিদুল কবির জাহিদকে।
বরিশাল মহানগরে দীর্ঘদিন ধরে সভাপতি পদে ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।
এদিকে বরিশাল দক্ষিণ জেলায় আহ্বায়ক মজিবর রহমান নান্টু ও সদস্য সচিব করা হয়েছে আকতার হোসেন মেবুলকে।
বরিশাল উত্তরের আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব করা হয়েছে মিজানুর রহমান মুকুলকে।
চুয়াডাঙ্গা জেলায় আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্য সচিব করা হয়েছে মো. শরীফুজ্জামানকে।