তিতাসে তিন সাংবাদিক উপর হামলা আহত একজন।
- আপডেট টাইম : ০৫:১৮:০২ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ২৯৬ ৫০০০.০ বার পাঠক
কুমিল্লা জেলা প্রতিনিধি। তিতাস।।
কুমিল্লায় তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন পরিষদে তিন সাংবাদিক ও সংবাদকর্মীর উপর দুর্বৃত্তদের হামলা নৌকায় প্রতীক চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন এর দলীয় ক্যাডার বাহিনীরা স্ততন্ত্র প্রার্থী মো এখলাস উদ্দিন মোটরসাইকেল শো ডাউন নিয়ে নৌকায় প্রতীকের সমর্থকরা দেশীয় অস্ত্রশাস্ত্র নিয়ে অতকির্ত ভাবে হামলা চালায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন পরিষদ পোড়াকান্দি এলাকায় এক নভেম্বর ২০২১ সন্ধ্যা ছয়টার সময়। এ ঘটনা ঘটে এসময় দৈনিক ডাক প্রতিদিন সাংবাদিক মনির হোসেন।পথের খবর পত্রিকা সাংবাদিক সোহেল রানা ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার সাংবাদিক সাদ্দাম হোসেন সংবাদ সংগ্রহ করতে গেলে মোটরসাইকেল ভাঙচু সহ সংবাদকর্মীদের
কাছ থেকে ক্যামম ৭০০d ক্যামেরা sonyw 550
মডেলের দুটি ক্যামেরা ছিনিয়ে নিয়ে য়ায়।এবং তাদেরকে গুরুতর আহত করে দৈনিক আলোকিত সকাল পত্রিকার সাংবাদিক সাদ্দাম হোসেনকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে প্রাথমিকভাবে তিতাস মেডিকেল কলেজ নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আস্থাভাজন অবস্থান চিকিৎসারত আছেন।এই বিষয়টি তিতাস থানার ওসি সুদিন চন্দ্র দাস জানান যারা এর সাথেই জড়িত রয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।……
……..বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনি বাংলাদেশে সাংবাদিকের নির্যাতন বন্ধ করুন। সাংবাদিকরা হলেন একজন রক্তের কলম সত্যের কলম।তারা কোন মিথ্যার কলম লেখেননা।তারা ন্যায়-নীতির কলম লেখেন।
আশা করি নির্যাতন বন্ধ হবেই।