স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় স্বামী
- আপডেট টাইম : ১০:০২:১৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ২১০ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
পিরোজপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে।।
ঘাতক স্বামী আব্দুস ছাত্তার শেখ (৫০) ওই গ্রামের মৃত জোনাব আলী শেখের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে স্ত্রী তাহমিনা বেগমকে হত্যা করেন ছাত্তার শেখ। শুক্রবার ভোরে ছয় মাসের কন্যাসন্তানকে নিয়ে তিনি থানায় হাজির হন।
ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চাঁন সরদার জানান, আব্দুস ছাত্তার বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে পারেননি। এ জন্য তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এ নিয়ে পরিবারে তার কলহ লেগেই থাকত। ধারণা করা হচ্ছে, এর জেরেই স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন ছাত্তার।
সদর থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারী ছাত্তারকে গ্রেফতার দেখানো হয়েছে।