তামিম-সাকিবদের কোভিড পরীক্ষা আজ
- আপডেট টাইম : ০৯:১৬:৫৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০২১
- / ২৮৮ ৫০০০.০ বার পাঠক
খেলাধুলা রিপোর্টার।।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা শুরু হবে আজ বৃহস্পতিবার। পরীক্ষা শেষে ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন।
ক্রিকেটার ছাড়াও কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফ এবং প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের স্টাফদেরও কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। পরীক্ষায় যাদের ফলাফল নেগেটিভ আসবে তারাই কেবল জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের অনুমতি পাবে।
বিসিবি কর্মকর্তাদের তথ্যমতে করোনা পরীক্ষার জন্য জাতীয় দলের সাপোর্ট স্টাফ, হোটেল সোনার গাঁ’র স্টাফ ও শেরেবাংলা স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানদের কাছ থেকে ইতোমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে।
আসন্ন সিরিজের জন্য গঠিত প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছে ৪৪জন ক্রিকেটার। এদের মধ্যে ২৪জন ওয়ানডে ও ২০জন টেস্টের জন্য ডাক পেয়েছেন। তবে ৩০জন খেলোয়াড়ের করোনা পরীক্ষা করানো হবে। কারণ আলাদাভাবে সর্বমোট ৪৪ জনের তালিকা হলেও ১২ জনের নাম রয়েছে উভয় তালিকায়।
ওয়ানডে ও টেস্ট উভয় দলে স্থান পেয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
এদের বাইরে ১০ জনের নাম রয়েছে ওয়ানডে তালিকায়। এরা হলেন- মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাইফুদ্দিন, আফিফ হোসেন, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদি হাসান ও রুবেল হোসেন।
শুধুমাত্র টেস্ট স্কোয়াডে আছেন মোমিনুল হক, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, আবু জাইদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও এবাদত হোসেন।
আজ অনুষ্ঠিত হবে এই ৩০ ক্রিকেটারের করোনা পরীক্ষা। তবে এই মুহূর্তেই টিম হোটেলের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের সুযোগ পাচ্ছেন না টেস্ট অধিনায়ক মোমিনুল ও অফ স্পিনার নাঈম হাসান। দুই জনেরই ইনজুরি সমস্যা রয়েছে। সম্পূর্ণ সুস্থ হবার পরই কেবল টিম হোটেলে যেতে পারবেন তারা।
প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুক ও পেস বোলিং কোচ ওটিস গিবসন আগামী শুক্রবার ঢাকা এসে পৌঁছবেন। তারাও জৈব সুরক্ষা বলয়ে যেতে পারবেন কেবলমাত্র করোনা পরীক্ষার পর।