স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী আসাদুজ্জামান সকলের নিকটে দোয়াপ্রার্থী
- আপডেট টাইম : ০৩:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ৩১৭ ৫০০০.০ বার পাঠক
মোঃ শামছুল আলম।।
স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের.৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী.আসাদুজ্জামান সকলের নিকট দোয়া চেয়েছেন,তরুন উদীয়মান ব্যাক্তি বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠন তাতী লীগের আশুলিয়া থানার সহ- সভাপতি।ইউনিয়ন নির্বাচনে ইউপি সদস্য পদপ্রার্থী হয়ে নির্বাচনের পথে পা বাড়ানোর কথা শুনে,আনন্দিত হয়েছেন এলাকার আমজনতা।আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে আসাদুজ্জামান বলেন,আমি কাউকে নিন্দা করবোনা, আমি অতি নগন্য মানুষ,আমি চাই ধামসোনা ইউনিয়নের.৮.নং ওয়ার্ডকে আঁধুনিকতায় সাজাতে, জনগনের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে, দুস্ত ছাত্রছাত্রী অসুস্থ রুগি প্রতিবন্ধী কন্যাদায়গ্রস্ত বেকার যুবক গৃহহীন মসজিদ মাদ্রসা মন্দীর সহ, সকল ধর্মীও প্রতিষ্ঠানের প্রতি সজাগ দৃষ্টি রেখে মানুষের কল্যানে কাজ করার প্রচেষ্টা নিয়ে, আজকের এই মহোতি উদ্দোগ গ্রহন করেছি,আমাকে যদি ৮ নং ওয়ার্ডের যোগ্যপ্রার্থী মনে হয়,আপনাদের হৃদয়ে আমাকে স্থান দিয়ে ইউপি নির্বাচনে নির্বাচিত করে জনগনের সেবা করার সুযোগ দিন,আমি আপনাদের পাশে থেকে সকল রকম সহযোগীতা করার,প্রত্যায় নিয়ে আমি ইউপি সদস্য পদপ্রার্থী।প্রিয় এলাকাবাসী আমি আপনাদেরই,আসাদুজ্জামান,জানিনা আপনাদের বিশ্বাস আস্থা ভালোবাসার প্রতিদান কতটুকু দিতে পেরেছি বা পারবো,আমি সব সময় আমার দৃষ্টিকে সার্বজনীন পর্যায়ে রাখার চেষ্টা করি, আমি আলোতে মুগ্ধ তুষ্ট নই,তুষ্ট আলোর উৎস সুর্যে। প্রিয় ভাই বোন বন্ধু আমার রাজনৈতিক বিষয়ে বা সার্বিক বিষয়ে যদি কারো কোনো অভিযোগ অনুযোগ বা পরামর্শ থাকে,আপনারা নির্দ্বিধায় নির্সংকোচে বলতে পারেন,আমি তা আমার সাধ্যমত সমাধানের চেষ্টা করে জাব ইনশাআল্লাহ,আসুন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার বিনির্মাণে ডিজিটাল বাংলার রুপকার, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি,গ্রামকে শহরে পরিনত করতে সম্মিলিত হয়ে কাজ করি।