ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে সানামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু গাজীপুরবাসীর জন্য চরম “সৌভাগ্য’ বর্তমান ডিসি এডিসি রেভিনিউ চৌকস ও মেধাবী দুই কর্মকর্তার চিন্তা,চেতনায় কর্মে, সর্বোপরিভাবে সততাকে প্রাধাণ্য দিয়েই দায়িত্ব পালন করছেন জামালপুরে ভোজ্য তেল সিন্ডিকেটের নিয়ন্ত্রনে কিশোরগঞ্জে নিখোঁজের পর ছাত্রলীগ নেতার গলিত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির জন্য চোখের পানিতে বুক ভাসিয়ে ইসতিসকার নামাজ আদায় মঠবাড়ীয়া তীব্র তাপদাহের হাত থেকে বাঁচতে বৃষ্টির জন্য বিশেষ। প্রার্থনা ময়মনসিংহে আন্তর্জাতিক শব্দদূষণ দিবস উদযাপিত উজিরপুরে সাব রেজিষ্টার মোঃ ইমরান খান এর বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত রায়পুরে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদ জামালপুরে বিনা খেসারি-১ এর চাষের উজ্জল সম্ভাবনা

ধামসোনা ইউনয়নে ১ কাপ চা খাওয়ানোর মন মানসিকতা যাদের নেই তারাও চেয়ারম্যান পদপ্রার্থী

মোঃ আকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।

আশুলিয়া থানার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচার প্রচারনা, কিছু ব্যানার পোস্টার দেখে সাধারন জনগনের মধ্যে বিরাজ করছে ক্ষিপ্ত উত্তেজনা,অনেকেই বলছেন ১ কাপ চা খাওয়ানোর মন মানসীকতা যাদের নেই, তারাও চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে ব্যানার ফেস্টুন টাঙিয়েছেন,সাধারন জনগনের মধ্যে অনেকেই মন্তব্য করেন, এসমস্ত প্রার্থী ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করতে গেলে,নিঃসন্দেহ বিপুল ভোটে ফেল করে হাহুতাশ করবে,তারা কোন আসায় কোন যোগ্যতার বলে চেয়ারম্যান পদপ্রার্থী জানিনা।বিগত দিনে মহামারী করোনা ভাইরাসঘটিত পরিস্থিতিতে জনগন যখন অসহায় হয়ে মানবেতর জীবন যাপন করছেন, তখন এদের মত প্রার্থীদের ছায়াও দেখেনি জনগন,জনগনের পাশে নিবেদিত হয়ে কখনো কোনো কালে একটি সামাজিক কাজ করতে দেখিনি তাদের, এই সমস্ত বসন্তের কোকিলা প্রার্থীরাই বড় বড় অক্ষরে লিখেছেন গরীব দুঃখী মেহনতি পরিবারের সেবা করার সুযোগদিন। এসমস্ত লেখাগুলো হাসির কেন্দ্র বিন্দুতে পরিনত,ও উপহাসের পাত্র মাত্র।জনগন এখন আর বোকা নয়,জনগনের নিবেদিত প্রান জনগনের সুখে দুখে কে বা কারা থাকতে পারে,এটা জনগনের অজানা নয়,অপরদিকে দলে থাকা রাজাকার আলবদর আলসাম ও বিরোধী দলের প্রেতাত্মারা,দেশের উন্নয়নে ব্যাপক বাঁধা হয়ে,দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন অযোগ্য ব্যাক্তির কাঁধে চাপাতে মরিয়া হয়ে মাস্টার প্লান তৈরি করে যাচ্ছেন।দলে থাকা হাইব্রীড ও বিরোধী দলের চক্রান্ত ভেদ করে সঠিক নৌকার মাঝির হাতে নৌকা তুলে দিতে সাধারন জনগনের প্রানের দাবী,সঠিক মাঝিই পারবে নৌকা বেয়ে স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের জনগনকে সঠিক ভাবে গন্তব্যে পৌছে দিতে।আঃলীগের উদ্ধতন নেতাকর্মীরা নিশ্চয় বিবেচনা করে,যোগ্যপ্রার্থীর হাতেই নৌকার বৈঠা তুলে দিবেন এই প্রত্যাশায় আমজনতাদের অধির অপেক্ষার প্রহর গুনে সময় পার।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে সানামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু

ধামসোনা ইউনয়নে ১ কাপ চা খাওয়ানোর মন মানসিকতা যাদের নেই তারাও চেয়ারম্যান পদপ্রার্থী

আপডেট টাইম : ০৩:২৫:৫৮ অপরাহ্ণ, রবিবার, ১৭ অক্টোবর ২০২১

মোঃ আকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।

আশুলিয়া থানার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচার প্রচারনা, কিছু ব্যানার পোস্টার দেখে সাধারন জনগনের মধ্যে বিরাজ করছে ক্ষিপ্ত উত্তেজনা,অনেকেই বলছেন ১ কাপ চা খাওয়ানোর মন মানসীকতা যাদের নেই, তারাও চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে ব্যানার ফেস্টুন টাঙিয়েছেন,সাধারন জনগনের মধ্যে অনেকেই মন্তব্য করেন, এসমস্ত প্রার্থী ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করতে গেলে,নিঃসন্দেহ বিপুল ভোটে ফেল করে হাহুতাশ করবে,তারা কোন আসায় কোন যোগ্যতার বলে চেয়ারম্যান পদপ্রার্থী জানিনা।বিগত দিনে মহামারী করোনা ভাইরাসঘটিত পরিস্থিতিতে জনগন যখন অসহায় হয়ে মানবেতর জীবন যাপন করছেন, তখন এদের মত প্রার্থীদের ছায়াও দেখেনি জনগন,জনগনের পাশে নিবেদিত হয়ে কখনো কোনো কালে একটি সামাজিক কাজ করতে দেখিনি তাদের, এই সমস্ত বসন্তের কোকিলা প্রার্থীরাই বড় বড় অক্ষরে লিখেছেন গরীব দুঃখী মেহনতি পরিবারের সেবা করার সুযোগদিন। এসমস্ত লেখাগুলো হাসির কেন্দ্র বিন্দুতে পরিনত,ও উপহাসের পাত্র মাত্র।জনগন এখন আর বোকা নয়,জনগনের নিবেদিত প্রান জনগনের সুখে দুখে কে বা কারা থাকতে পারে,এটা জনগনের অজানা নয়,অপরদিকে দলে থাকা রাজাকার আলবদর আলসাম ও বিরোধী দলের প্রেতাত্মারা,দেশের উন্নয়নে ব্যাপক বাঁধা হয়ে,দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন অযোগ্য ব্যাক্তির কাঁধে চাপাতে মরিয়া হয়ে মাস্টার প্লান তৈরি করে যাচ্ছেন।দলে থাকা হাইব্রীড ও বিরোধী দলের চক্রান্ত ভেদ করে সঠিক নৌকার মাঝির হাতে নৌকা তুলে দিতে সাধারন জনগনের প্রানের দাবী,সঠিক মাঝিই পারবে নৌকা বেয়ে স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের জনগনকে সঠিক ভাবে গন্তব্যে পৌছে দিতে।আঃলীগের উদ্ধতন নেতাকর্মীরা নিশ্চয় বিবেচনা করে,যোগ্যপ্রার্থীর হাতেই নৌকার বৈঠা তুলে দিবেন এই প্রত্যাশায় আমজনতাদের অধির অপেক্ষার প্রহর গুনে সময় পার।