সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা মেডিকেলে এক শিশু ধর্ষন চেষ্টার অভিযোগ ও থানায় মামলা
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৭:২৩:২৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০২১
- / ২৮৬ ৫০০০.০ বার পাঠক
শরিফুল ইসলাম জুয়েল,সাতক্ষীরা:
সাতক্ষীরা মেডিকেল কলেজ এলাকায় শীতের কম্বল দেয়ার নাম করে নির্জন স্থানে নিয়ে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় এই ধর্ষণের চেষ্টা করা হয়।
বিষয়টি স্থানীয়রা জানতে পারলে লম্পট যুবক মিন্টু হোসেন ওরফে নক্কু (২৮) পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতা ওই শিশুর মা বাদী হয়ে রাতেই সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। নির্যাতিতা শিশুটির মা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের একজন চায়ের দোকানী।
অভিযুক্ত মিন্টু হোসেন ওরফে নক্কু সদর উপজেলার বাঁকাল ইসলামপুর গ্রামের হজরত আলীর ছেলে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় আসামী নক্কুকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে, আসামীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরো খবর.......