নাটোরের বরাইগ্রামে প্রকাশ্যে মাদক বিক্রি -সাংবাদিকদের হুমকি মুখে
- আপডেট টাইম : ০৫:৩৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ২৭৫ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার শাহাবুল আলম।।
নাটোরের বরাইগ্রামে জোনাইল ইউনিয়নে বর্ণী এলাকায় স্টিফেন এর বাড়িতে গেলে আমরা দেখতে পাই অবাধে অবৈধভাবে মদ বিক্রি করছে আমরা তার ভীডিও ধারন করি এবং তাকে প্রশ্ন করি তার এ ব্যাবসার সরকারি অনুমতি পত্র আছে কিনা সে প্রতি উত্তরে বলে আমাদের কোন অনুমতি নেই এবং তারা প্রশাসনের চোখ ফাকি দিয়েই চার বছর যাবত এব্যাবসা করে আশছে এতে করে এই এলাকার আশে পাশে সকল যুব সমাজ হুমকির মুখে আছে আমরা তাদের এসকল তথ্য সংগ্রহ করায় তারা আমাদের উপর ক্ষীপ্ত হয়েঅকথ্য ভাষায় গালাগালি শুরু করে সেখান থেকে চলে আশার পর তারা ফোনে অকথ্য নোংরা ভাষায় আমাদের গালালি করে এবং হুমকি দেয় এবং বড়াইগ্রাম প্রেসক্লাবে নাকি তারা প্রতিমাসে মাসোওয়ারা দেয় বলে আমাদের হেয় করে এহেনো পরিস্থিতিতে সংবাদটি আমরা প্রকাশ করতে সক্ষম হয়েছি এলাকা বাসী দাবী এসকল মাদক বিক্রি বন্ধে বরাইগ্রাম থানার হস্তক্ষেপ কামনা করে। সময়ের অনুসন্ধানের।।