সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা দেবহাটায় আশ্রায়ন প্রকল্পের ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ও জেলা প্রশাসক
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৭:১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
- / ৩০৭ ৫০০০.০ বার পাঠক
শরিফুল ইসলাম জুয়েল,সাতক্ষীরা:
সাতক্ষীরার দেবহাটায় ভুমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় সদ্য নির্মিত ঘরের নির্মান কাজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. শাহীন ইমরান ও সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
দেবহাটা উপজেলার কোমরপুরে সদ্য নির্মান শেষ হওয়া হতদরিদ্র ও গৃহহীন বেলোয়ারা খাতুন, আম্বিয়া খাতুন ও সুফিয়া খাতুনের জন্য নির্মিত সরকারী বাসগৃহের কাজ পরিদর্শন করেন তারা। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে দেশের গৃহহীন প্রত্যেক পরিবারকে সরকারী অর্থে এবং জমিতে বাসগৃহ নির্মান করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নে আশ্রায়ন প্রকল্পের আওতায় দেবহাটা উপজেলাতে প্রথম ধাপে অনুমোদিত ১৯টি বাসগৃহ নির্মান করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের তত্বাবধানে এ প্রকল্পের প্রত্যোকটি বাসগৃহ সরকারি জমিতে একলক্ষ একাত্তর হাজার টাকা ব্যায়ে নির্মান কাজ এগিয়ে চলেছে।
আরো খবর.......