কোহলির ব্যাঙ্গালুরুকে একাই ধসিয়ে দিলেন সুনীল নারিন
- আপডেট টাইম : ০৪:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ২৩৪ ৫০০০.০ বার পাঠক
খেলার রিপোর্ট।।
আইপিএলে সোমবার রাতে শারজায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি বিরাট কোহলির রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও মরগানের কলকাতা নাইট রাইডার্স।
জিতলে ফাইনালের টিকিট নিশ্চিত নয়। তবে হারলে ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে।
এমন সমীকরণের ম্যাচে ব্যাঙ্গুলুরুর ব্যাটিং ইনিংস একাই ধসিয়ে দিলেন কেকেআরের ক্যারিবীয় স্পিনার সুনীল নারিন।
৪ ওভারে ২১ রান দিয়ে শিকার করেছেন চারটি উইকেট। আরসিবির সেরা চারজনকে একাই বধ করেছেন তিনি।
নিজের প্রথম ওভারে ভরতের, দ্বিতীয় ওভারে অধিনায়ক কোহলির, তৃতীয় ওভারে প্রোটিয়া তারকা এবিডি ভিলিয়ার্সের ও চতুর্থ ওভারে অসি অলরাউন্ডার ম্যাক্সওয়েলের উইকেট তুলে নেন নারিন।
পাঁচটি উইকেট ঝুঁলিতে জমা করতে পারতেন নারিন। শাহবাজের উইকেটও তুলে নিতে পারতেন। তবে ১৬.১ ওভারে তার ক্যাচ ছাড়েন শুবমান গিল।
নারিনের এই বোলিং নৈপুণ্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রানের লো স্কোরিং টার্গেট ছুড়ে দিতে পেরেছে ব্যাঙ্গালুরু।
দুটি উইকেট শিকার করেছেন লকি ফার্গুসন। ম্যাচে সাদামাটা পারফরম্যান্স দেখিয়েছেন সাকিব আল হাসান। ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে কোনো উইকেট পাননি এ অলরাউন্ডার।
শুরুতে ওপেনার দেবদূত পাড্ডিকেলকে ২১ রানে থামান ফার্গুসন। এরপরই নারিনের ঘূর্ণিজাদুতে কুপোকাত হতে থাকেন একের পর এক ব্যাটার।
প্রথমে ভরতকে ৯ রানে সাজঘরে পাঠান নারিন। এরপর কোহলিকে সরাসরি বোল্ড করেন। কোহলি ফেরেন ৩৩ বলে ৩৯ রান করে।
১৬.৪ ওভারে নারিনের বলে ফার্গুসনের হাতে ধরা পড়েন গ্লেন। ১টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১৫ রান করেন ম্যাক্সওয়েল।
কোহলির অনুসরণ করে নারিনের বলে বোল্ড হন ভিলিয়ার্সও। ৯ বলে ১১ রানে ফেরেন। এরপর শিভাম মাভি দুর্দান্ত থ্রোতে ৯ রানে রানআউট হয়ে ফেরেন ক্রিশ্চিয়ান।