গাজিপুর সিটির ২ নং ওয়ার্ডের,মাজারমিল টু কাশিমপুর গামী রোডটি তৈরি করতেই জ্বাল জালিয়াতি
- আপডেট টাইম : ১০:৫০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ২৭৮ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিনিধি।।
গাজিপুর সিটিকর্পেরশনের ২ নং ওয়ার্ডের মোজারমিল টু কাশিমপুর গামি রোডটি তৈরি করার আগেই জ্বাল জালিয়াতিতে ভরা।দেশের সর্বনিম্ন
ইট ও খোয়া দিয়ে জ্বাল জালিয়াতি করে জনগনকে বোকা বানিয়ে,সচ্ছ রাজনৈতিক নেতাদের মাথায় কাঠাল রেখে কোশ তুলে খাচ্ছেন কাউন্সিলর বাহিনী ঠিকাদার ও ইন্জিনিয়ারে।উক্ত বিষয়টি কাউন্সিলর মমতাজ উদ্দিন মোন্তা দেখেও না দেখার ভান করে বসে আছেন,ঠিকাদারেরা কাউকে তোয়াক্কা না করে বহাল তবিয়তে সর্বনিম্ন বাজে ইট ও খোয়া দিয়ে রোডের কাজ চালাচ্ছেন,উক্ত বিষয় নিয়ে ১০/১০/২০২১ রবিবারে গাজিপুর সিটির কাশিমপুর প্রেসক্লাবর সাংবাদিক গন ও একাধিক গনমাধ্যমকর্মীরা ফেইসবুকে স্টাটার্স ও বিভিন্ন সোশ্যাল মিডায় সম্প্রচার করেছেন।জনগনকে বোকা বানিয়ে এমন রোড তৈরি করার বিষয়ে,কাউন্সিলর মমতাজ উদ্দিন মোন্তার নিকটে মুঠো ফোনে জানার চেষ্টা করলে,কোনো রকম মোবাইলের ফোন কল তিনি রিসিভ করেননি।বিষয়টি নিয়ে সাধারন জনগন বিবভ্রান্তীকর অবস্থানে।প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী,উক্ত বিষয় নিয়ে চুড়ান্ত তদন্ত পূর্বক ঠিকাদার ইন্জিনিয়ার ও স্থানীয় কাউন্সিলর কে জিঙ্গাসাবাদ করে,প্রকৃত দোষী ব্যাক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তুি দিতে প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করেন এলাকার সুধী সমাজ ও সাধারন জনগন।