সংবাদ শিরোনাম ::
মাদারীপুরের ‘রূপান্তর আইসিটি ল্যাব’ এর আনুষ্ঠানিক উদ্বোধন
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ১০:৩২:২১ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ২৩৭ ৫০০০.০ বার পাঠক
মোঃ মাহামুদুল হাসান, মাদারীপুর ।।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ০৮’-এ বলা আছে ডিসেন্ট ওয়ার্ক ও ইকোনোমিক গ্রোথের কথা। ডিসেন্ট ওয়ার্ক এবং ইকোনোমিক গ্রোথের জন্য চাই দক্ষ মানবসম্পদ। তাই তরুণদের দক্ষ করে তুলে আগামীর প্রযুক্তি বিপ্লবের হাতিয়ার করার উদ্দেশ্য নিয়েই ‘মাদারীপুর পৌরসভা’, ‘অ্যাক্ট ফাউন্ডেশন’ ও ‘সানাবিল ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে শুরু হয়েছে ’রূপান্তর আইসিটি ল্যাব’।
গত ৯ অক্টোবর ২০২১, শনিবার সকাল ১১টায় মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে ‘রূপান্তর আইসিটি ল্যাব’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব হেলালুদ্দীন আহমদ, সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজহারুল ইসলাম, উপ-পরিচালক (উপসচিব), স্থানীয় সরকার বিভাগ, মাদারীপুর। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর পৌরসভার মেয়র জনাব মো: খালিদ হোসেন ইয়াদ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বক্তারা বলেন, বর্তমান যুগ প্রযুক্তির যুগ। এ সময়ে সকলকে প্রযুক্তি সংশ্লিষ্ট জ্ঞান অর্জন করতে হবে। তারা আরো বলেন এ ল্যাবে প্রশিক্ষণ গ্রহণ করে তরুণরা নিজেদের দক্ষ করে গড়ে তুলবে এবং ভবিষ্যতে ভালো জায়গায় কাজ করার সুযোগ পাবে।
উল্লেখ্য, রূপান্তর আইসিটি ল্যাব এর দুইটি কোর্স কম্পিউটার ‘১০১’ ও ডিজিটাল মার্কেটিং ফাউন্ডেশনস নিয়ে যাত্রা শুরু করেছে।কম্পিউটার ১০১ কোর্সে দশজন ও ডিজিটাল মার্কেটিং ফাউন্ডেশন কোর্সে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। কোর্স দুইটি যথাক্রমে ২ মাস ও ৩ মাস ব্যাপী চলবে। এছাড়াও আগামীতে গ্রাফিক ডিজাইন, অটোক্যাট ও ওয়েব ডেভেলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অ্যাক্ট ফাউন্ডেশন এবং সানাবিল ফাউন্ডেশনের প্রতিনিধিরা। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার সম্মানিত কাউন্সিলরগণ, স্থানীয় উন্নয়নকর্মী ও সাংবাদিকবৃন্দ।
আরো খবর.......