চেয়ারম্যান সাইফুল ইসলাম এর ব্যবস্থাপনায় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস (২০২১) নিয়ে আলোচনা ও পুরুষকার বিতরন।
- আপডেট টাইম : ১১:১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ২৮০ ৫০০০.০ বার পাঠক
মোঃ আকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ হল রুমে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস (২০২১) উদযাপন উপলক্ষে জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধনকারীর সনদ ও পুরুস্কার বিতরন আলোচনা সভা অনুষ্ঠিত,০৬/১০/২০২১ বুধবার বেলা ১২ টায়,স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠান চলাকালে,চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম সহ ইউপি সদস্যদের সমন্বয়ে রোগাক্রান্ত তিন জন হতদরিদ্র মেহনতি পরিবারের মাঝে দশ,হাজার টাকা করে সর্বমোট (৩০,০০০) টাকার (৩)টি চেক প্রদান করেন,ও উপস্থিত নবজাতক শিশুর অভিভাবকদের হাতে বেডসিট সহ বিভিন্ন উপকরন বিতরন করা হয়,এসময় চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন,বাচ্চা জন্ম নেওয়ার পরপরই তার নিবন্ধনের বিষয়টা মাথায় রাখতে হবে,শিশুদের প্রতি লক্ষ রাখতে হবে,শুধু জন্মদিলেই পিতা বা মাতা নয়,সচেতনতা অবলম্বন করতে হবে,শিশু গড়ে ওঠার আগ পর্যন্ত সার্বিক বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে,শিশু বড় হওয়ার পরে তাকে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে হবে,তার সঙ্গিদের প্রতি লক্ষ করতে হবে,আপনার সন্তান বিপথে চালিত হয়ে মাদকাসক্ত না হোক সেদিকে খেয়াল করতে হবে,পরিষদের মেম্বার ভাই ও বোনদের প্রতি দৃষ্টি আকর্শন করছি গরীব মেহনতি হতদরিদ্র পরিবার গুলোর প্রতি আপনাদের সুদৃষ্টি দিয়ে সকল রকম সহযোগীতা প্রদান করুন,সরকারের পাশাপাশি নিজস্ব অর্থায়নে যতটুকু সম্ভব মানুষের কল্যানে সহযোগীতার হাত বাড়িয়ে দিন,এসময় উপস্থিত ছিলেন,ইউপি সদস্য শফি উদ্দিন ৯ নং ওয়ার্ড, মমতাজ উদ্দিন মোন্তা,৫ নং ওয়ার্ড,ইউপি সদস্য হারুন মন্ডল ৮ নং ওয়ার্ড,আবু সাদেক ভুঁইয়া ৬ নং ওয়ার্ড,আব্দুল কুদ্দুস ২ নং ওয়ার্ড,ইউপি সচিব আমির হোসেন,রেহানা পারভীন মহিলা সংরক্ষিত আসন (১,২,৩,)রাশিদা বেগম মহিলা সংরক্ষিত আসন৭,৮,৯, লিমা আক্তার মহিলা সংরক্ষিত আসন ৪,৫,৬, প্রমুখ।