বাগেরহাটের এই কাউন্সিলরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর দেখে না কেউই
- আপডেট টাইম : ১২:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / ৩৬২ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টা।।।
বাগেরহাটের এই কাউন্সিলর নাসির উদ্দিন’র বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ এবং বিভিন্ন মিডিয়া গণমাধ্যম তুলে ধরল তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি সরকার আকাশের তা জানা যায় এলাকার জনগণের কাছে। তারপর সময়ের অনুসন্ধানে দেখেন আসলেই তার অনেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে যা এলাকাবাসী বলে এমনকি পূর্বে জলদস্যু হিসেবে কাজ করেছেন আরো কিছু তথ্য বেরিয়ে আসছেন তা আপনাদের আগামী সংখ্যায় জানাবেন রাখুন
বাগেরহাটে কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন এর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্নিতীর অভিযোগ উঠেছে। অভিযুক্ত মোঃ নাসির উদ্দিন বাগেরহাট পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ব্যাপারে জানা যায় “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচীর আওতায় দরিদ্র শ্রমজীবী, গর্ভবতী/দুগ্ধদায়ী মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য পৌরসভার ২০১৯ সালের ২নং ওয়ার্ডের তালিকায় কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন তার নিজ স্ত্রী লুৎফা হক-এর নাম অন্তর্ভুক্ত করে।যেখানে তথ্য গোপন করে তার স্ত্রীকে গৃহিনী দেখানো হয়েছে। কিন্তু তার স্ত্রী মগরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিযুক্ত রয়েছেন। তিনি এখনো ৮০০ টাকা হারে ভাতা গ্রহণ করে আসছে।
শুধু এতেই কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন ক্ষ্যান্ত হয়নি। ষাট গম্বুজ ইউনিয়নের দীঘিরপাড় এলাকার ভোটার ইভা আক্তার (এন আই ডি নং- ৭৩৩৪১৯০৭০) কাউন্সিলরের আপন মামাত ভাই মেহেদী হাসানের স্ত্রী।মেহেদী হাসান মোড়েলগঞ্জের তেলিগাতী ইউনিয়নের ঢুলিগাতি এলাকার বাসিন্দা হওয়া সত্তেও কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন ২০১৯ সালের ভাতার তালিকায় ২নং ওয়ার্ডে ঈভা আক্তার-কে অন্তর্ভুক্ত করে। ইভা আক্তার ও প্রতিমাসে ৮০০ টাকা করে ভাতা গ্রহণ করছে।
মোসাঃ নাজমা আক্তার (এন আই ডি নং-০১১৬০২৩৭৪০০৫৭) স্বামীঃ মোঃ হাসান আলী। তার নাম অন্তর্ভুক্ত রয়েছে।তিনিও মাসে ৮০০ টাকা হারে ভাতা গ্রহণ করছে।অথচ উক্ত এন এই ডি নং কাউন্সিলর মোঃ নাসির উদ্দিনের খালাবাড়ি মোড়েলগঞ্জের বারুইখালী এলাকার আব্দুর রহিম হাওলাদারের স্ত্রী তাসলিমা বেগমের।নাজমা আক্তার, স্বামীঃ হাসান আলী নামের কোন ব্যক্তি হরিনখানার ভোটার কিংবা বাসিন্দাও নই। আরো অভিযোগ আছে,টি আর প্রকল্পের চেয়ারম্যান হিসাবে (১) পিসি কলেজ হোস্টেল রোডের আসাদ ও ইদ্রিস এর বাড়ির সামনে থেকে আল মামুন ও সিরাজ’র বাড়ি পর্যন্ত গাইড ওয়ালসহ বালি ভরাট এর বরাদ্ধকৃত ৪৫০০০ হাজার টাকা গত ১১/০৪/২০১৭ ইং তারিখে সোনালী ব্যাংক,কোর্ট বিল্ডিং শাখা, বাগেরহাট হতে ৪৫৮৩৫৭৩ নং চেকে এবং (২) হরিণখানা জাবেদ মিয়ার মিলের সামনের ক্রস ড্রেনটি সংস্কার ও বাবলুর দোকানের সামনের রাস্তার এপ্রোচ সংস্কার এর ৪৫০০০ হাজার টাকা গত ০৫/০৩/২০১৮ ইং তারিখে ৭৪১৫৫৮ নং চেকে কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন প্রাপ্ত হয়। অভিযোগে উল্লেখিত ২ টি প্রকল্পে কোন কাজ করেনি। এব্যাপারে মঙ্গলবার (০৫ জানুয়ারী) ২০২১ ইং তারিখ কাউন্সিলর মোঃ নাসির উদ্দিনের সাথে কথা হলে তিনি নিজের স্ত্রী-কে অনিয়ম করে ভাতা দেওয়ার কথা স্বীকার করলেও অন্যগুলো এড়িয়ে যায়। বাগেরহাট পৌরসভা মেয়র খান মো হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন এ ধরনের কোন তথ্য আমার জানা নাই যেহেতু আপনাদের মাধ্যমে এখন জানলাম তদন্ত পৃর্বক ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
ধারাবাহিক প্রতিবেদন পর্ব -১
আরও বিস্তারিত দেখতে চোখ রাখুন টেলিভিশন এবং পত্রিকায়।