রাজারবাগ দরবার শরীফের ৬ অনুসারিকে ফিরিয়ে এলো অজ্ঞাতরা
- আপডেট টাইম : ০৬:৩৮:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ২৬৯ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
রাজধানীর রাজারবাগ দরবার শরীফের গুম হওয়া ৬ অনুসারিকে ফিরিয়ে দিয়েছে অজ্ঞাতরা। ২৯শে সেপ্টেম্বর রাতে ৬ জনকে রাজধানীর ৩টি পৃথক স্থানে রেখে যায় তারা।
জানা যায়, প্রথমে ২১শে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে নারায়নগঞ্জ যাওয়ার পথে নিখোঁজ হয় শাকেরুল কবির (৩৮) ও তার ড্রাইভার শাওন (২৫)। এ বিষয়ে ২৪ সেপ্টেম্বর রাজধানীর শাহজাহানপুর থানায় জিডি (নম্বর-১১৩৪) হয়। এরপর ২৬ সেপ্টেম্বর গুম হয় শাকেরুল কবিরের শ্যালক মাহমুদুল হাসান সুমন (৩০) ও তার সহযোগী নুরুল গনি ফারুক (৪৩)। ঐ রাতেই শাহজাহানপুর থানাধীন শান্তিবাগ এলাকা থেকে শাকেরুল কবিরের ভাতিজা ইহসানুল করিম উজ্জল (৩৫) ও তার সহযোগী জহিরুল ইসলামকে (৩৮) একদল অজ্ঞাত ব্যক্তি কালো গ্লাসের মাইক্রোতে তুলে নিয়ে যায়, যা সিসিটিভি ফুটেজে দৃশ্যমান হয়।
ধারাবাহিকভাবে ৬ জন গুম হওয়ার পর নিখোঁজদের স্বজনরা আতঙ্কিত হয়ে পুলিশের গোয়েন্দা বিভাগ ও গণমাধ্যমকে অবহিত করেন। এ বিষয়ে ২৯ সেপ্টেম্বর দুপুরে বিভিন্ন মিডিয়ায় একটি প্রেসরিলিজও পাঠানো হয়। এরপর ঐ দিনই রাত আনুমানিক ১০ টার দিকে গুম হওয়া শাকেরুল কবির ও তার ড্রাইভার শাওনকে রাজধানীর ৩০০ ফিটে রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা। এছাড়া মাহমুদুল হাসান সুমন ও নুরুল গনি ফারুককে রাজধানীর বসুন্ধরা এলাকায় এবং ইহসানুল করিম উজ্জল এবং জহিরুল ইসলামকে রাজধানীর খিলগাও এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা রেখে যায়। বর্তমানে ৬ জনই নিজ নিজ বাসায় অবস্থান করছেন। তবে তারা প্রত্যেকেই মানসিকভাবে বিপর্যস্ত থাকায় কারো সাথে কথা বলতে রাজী হননি।