সংবাদ শিরোনাম ::
বাঘায় শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালকের আগমন
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:৩১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ২৩৪ ৫০০০.০ বার পাঠক
বাঘা( রাজশাহী) প্রতিনিধি।
রাজশাহীর বাঘায় আকস্মিক ভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মনোয়ার হোসেন ও রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোঃ কামাল হোসেনের আগমন।
বৃহস্পতিবার (৩০সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মনিগ্রাম আদর্শ মহাবিদ্যালয়,মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
জানা যায়,মাধ্যমিক উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মানোয়ার হোসেন ও রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর ড.মোঃ কামাল হোসেন আকস্মিক ভাবে বাঘা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে আগমণ করেন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান করোনাকালীন এই দুঃসময়ে স্বাস্হ্য বিধি মেনে পরিচালিত হচ্ছে কি না সে লক্ষে পরিদর্শন করেন এবং স্বাস্থ্য বিধি মেনে প্রতিষ্ঠান পরিচালনার জন্য অধ্যক্ষ, প্রধানদের দিকনির্দেশমুলক পরামর্শ দেন। তারই অংশ হিসেবে বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা প্রাণ কেন্দ্রে অবস্থিত মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শন করেন। এসময় কলেজের পরিছন্ন পরবেশ দেখে সন্তুষ্ট প্রকাশ করেন এবং কলেজের অধ্যক্ষ মোঃ নাছিম উদ্দিনকে ধন্যবাদ জানান।
আরো খবর.......