নাটোরে ১৪টি ইউপি নির্বাচনের তফশীল ঘোষণা
- আপডেট টাইম : ০৭:১৬:৪৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ২৭৬ ৫০০০.০ বার পাঠক
নাটোর প্রতিনিধিস্টাফ রিপোর্টার শাহাবুল আলম।।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফশীল অনুযায়ী নাটোর সদর উপজেলার ৭টি এবং বড়াইগ্রাম উপজেলার ৭টি সহ দ্বিতীয় দফার তফশীলে সারা দেশে ৮৪৮ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচন ভবনে বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন। এর আগে ৮৬তম কমিশন বৈঠকে ভোটের এ সিদ্ধান্ত নেয় ইসি।
তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াৎার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ ১১ নভেম্বর।
দ্বিতীয় ধাপের তফশীল অনুযায়ী জেলার নাটোর সদর উপজেলার ছাতনী, তেবাড়িয়া, দিঘাপতিয়া, লক্ষীপুর খোলাবাড়িয়া, বড়হরিশপুর, কাফুরিয়া, হালসা এবং বড়াইগ্রাম উপজেলার জোয়ারী ,বড়াইগ্রাম, জোনাইল, নগর, মাঝগাঁও,গোপালপুর এবং চান্দাই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ১১ নভেম্বর ।