কাশিমপুর থানার আয়োজনে উন্মুক্ত আলোচনা ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৪:১৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ২২৮ ৫০০০.০ বার পাঠক
মোঃ জামাল হোসেন স্টাফ রিপোর্টার।।
কাশিমপুর থানার আয়োজনে সকল শ্রেনী পেশার মানুষ নিয়ে উন্মুক্ত আলোচনা ওপেন হাউজ ডে ২৬/০৯/২০২১ রবিবার বেলা.(৩)টায় অনুষ্ঠিত।অনুষ্ঠানের প্রথমেই এমন কথার উক্তি,মাদক ছেড়ে খেলতে চল, মাদকমুক্ত সমাজ গড়,এই স্লোগানকে সামনে রেখে কাশিপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদার নির্দেশনায়,উক্ত ওপেন হাউজ ডে তে উপস্থিত ছিলেন শেখ মিজানুর রহমান( ওসি তদন্ত)কাশিমপুর থানা, উপ-পুলিশ পরিদর্শক দীপঙ্কর এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, কাউন্সিলর মোহাম্মদ আলহাজ্ব মোনতাজ উদ্দিন মন্ডল, ২ নং ওয়ার্ড গাজিপুর সিটিকর্পেরশন,সাবেক মেম্বার নুরুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা বলেন,এলাকায় চুরি, ছিনতাই বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে থানা পুলিশের অবস্থান,কাশিমপুর থানার ওসি (তদন্ত)শেখ মিজানুর রহমান সমগ্র সমস্যার সমাধান করতে সকলের কাছে সহযোগীতা চেয়েছেন, যাতে করে বাল্যবিবাহ এবং মাদকের থাবা থেকে কাশিমপুর কে মুক্ত করা যায়। উক্ত “ওপেন হাউজ ডে ” তে বক্তব্য রাখেন কাউন্সিলর ২ নং ওয়ার্ডের আলহাজ্ব মোনতাজ উদ্দিন মণ্ডল তিনি বলেন শুধু প্রশাসন নয় সকলের দায়িত্ব নিজ নিজ সন্তানের প্রতি লক্ষ রাখা,শুধু পুলিশকে দুষলে হবেনা,পুলিশকে সহযোগীতা করতে হবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আপনি ও আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে, আপনার এলাকার অনিয়ম দুর্নীতির তথ্য পুলিশকে জানাতে হবে,আসুন নিজে ভালো থাকি অপরকে ভালো রাখতে সহযোগীতা করি।