আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের উদ্বোধন করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের
- আপডেট টাইম : ০৪:০৯:৩০ অপরাহ্ণ, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ২৬৯ ৫০০০.০ বার পাঠক
মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি।।
ঢাকা জেলার আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মান প্রকল্পের শুভ উদ্বোধন করলেন,বাংলাদেশ সড়ক পরিবহণ ও মাননীয় সেতু মন্ত্রী বাংলাদেশ আঃলীগের সাধারন সম্পাদক ওবাদুল কাদের,এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আঃলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ফারুক হাসান তুহিন,আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবর।আওয়ামী যুুুুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি তালুকদার মোয়াজ্জেম হোসেন দুুুুলাল। চার লেন বিশিষ্ট ঢাকা- আশুলিয়ার এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ হবে ২৪ কিঃ মিঃ,এয়ারপোর্ট -আব্দুল্লাহপুর -ধউর – বড় আশুলিয়া -জিরাবো- বাইপাইল হয়ে ঢাকা ডিইপিজেট পর্যন্ত হবে এর বিস্তৃত।এর সংঙ্গে র্যাম্প হবে ১০ দশমিক ৮৪ কিমিঃ,নবীনগর ১দশমিক৯১৫ কিমিঃ ফ্লাই ওভার,৪ লেনের ২ দশমিক৭২ কিমিঃসেতু ও ১৮ কিমিঃ ড্রেন হবে।এসময় সেতু মন্ত্রী ওবাইদুল কাদের বলেন বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, আপনি ও আপনারা সহযোগীতা করবেন,দলীয় কোন্দল ভুলে গিয়ে একত্রিত হয়ে কাজ করুন, ডিজিটাল বাংলার রুুপকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।