শ্রেণিকক্ষ বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান হয়েছে : শিক্ষামন্ত্রী
- আপডেট টাইম : ০১:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / ২২৮ ৫০০০.০ বার পাঠক
সংসদ রিপোর্টে।।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার অভিযোগ সঠিক নয় । শ্রেণিকক্ষ বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান হয়েছে বলেও তিনি জানান।
বুধবার(১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদের পাস হওয়ার জন্য উপস্থাপিত বিলের ওপর আলোচনার সময় বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের উত্তরে তিনি এ কথা জনান। এ সসয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল, এই কথা সঠিক নয়। শ্রেণিকক্ষ বন্ধ ছিল। স্কুলগুলো অনলাইনে পাঠদান চালিয়েছে। বিশ্ববিদ্যায়গুলো শুধু অনলাইনে পাঠদান নয়, পরীক্ষাও নেওয়া হয়েছে, কোনো সমস্যা নেই। শিক্ষার মান নিয়ে প্রায়ই প্রশ্ন করা হয়।
কিন্তু এখান থেকে পাস করে গিয়ে দেশে ও বিদেশে যে সাফল্য আমরা দেখি তাই মানের অভিযোগ সঠিক নয়। শিক্ষা প্রতিষ্ঠানের র্যাংকিংয়ের অভিযোগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, র্যাংকিং শুধু মান বলতে যা বোঝায় তার ওপর নির্ভর করে না। এখানে অনেকগুলো সূচক কাজ করে।
বিশ্ববিদ্যালয় খুললে আন্দোলন হবে এই ভয়ে খোলা হচ্ছে না। যখনই বিশ্ববিদ্যালয় খোলার কথা এলো, তখনই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাত্রলীগকে প্রস্তুত থাকতে বললেন।