সোনারগাঁ উপজেলা উপ–নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার টিকিট পেয়েছেন এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া
- আপডেট টাইম : ১১:১৩:৩৫ পূর্বাহ্ণ, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ২৫৩ ৫০০০.০ বার পাঠক
জসিম উদ্দিন রাজিবঃ সোনারগাঁ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এডভোকেট মো: সামসুল ইসলাম ভুঁইয়া। তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ শনিবার ( ১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধির মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে চূড়ান্ত করা হয়।আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিল্পব বড়ুয়া স্বাক্ষরিত এক তালিকায় এই নাম প্রকাশ করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত গত ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ইন্তেকাল করেন।
আগামী ৭ অক্টোবর সোনারগাঁ উপজেলা পরিষদ উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপ নির্বাচনে আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী ছিলো।তারা হলেন,নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাছুম, বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল ওমর বাবু,ব্যবসায়ী মনির হোসেন।