টঙ্গীতে গৃহবধূর লাশ উদ্ধার আটক দুই

- আপডেট টাইম : ০৫:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ৩৩৯ ১৫০০০.০ বার পাঠক
শাইফুল ইসলাম গাজীপুর।।
টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়া মন্ডল মার্কেট এলাকা থেকে বুধবার ভোরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শাবনূর, স্বামী আব্দুস সাত্তার, বড় দেওড়া রেজাউল কবিরের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতো। স্বামী একটি পোশাক কারখানায় কাজ করতো। তাদের ভিতর প্রায় সময় বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো বলে জানায়। নিহতের গ্রামের বাড়ি নওগাঁ জেলার ধামুড়হাঁট থানার অমরকুর গ্রামের জরিফউদ্দিনের মেয়ে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সাত্তার ও তার বন্ধু দুলালকে আটক করেছে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: শাহ্ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
##