নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলন আটক ১৮
- আপডেট টাইম : ১১:৫৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ৩১৬ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালত শনিবার সকালে মেঘনা ও তিতাস নদীর মোহনায় অভিযান চালিয়ে ৩টি বালু উত্তোলনের ড্রেজার ও ৩টি বালুর নৌকা জব্দ করেন। এই সময় ড্রেজারে ও বালু নৌকাতে থাকা ১৮ জন শ্রমিককে আটক করেন। অভিযানের খবর পেয়ে মালিক কতৃপক্ষ পালিয়ে যায়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশারফ হোসাইন। তিনি জানান, এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালিত হয়েছে। ৩টি ড্রেজার ও ৩টি নৌকাসহ ১৮ জন শ্রমিককে আটক করা হয়েছে। এই অভিযান অব্যহত থাকবে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, নবীনগরে কোন বালু উত্তোলনের জন্য লীজ নেই যারা বালু উত্তোলন করছে তারা অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এসময় উপস্থিত ছিলেন, নবীনগর থানার ওসি আমিনুর রশিদ, ওসি(তদন্ত) নুরে আলম।