পুঠিয়ায় বিভিন্ন নকল প্রসাধনী তৈরির একটি কারখানার সন্ধান

- আপডেট টাইম : ০৫:৩৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- / ২৬৫ ৫০০০.০ বার পাঠক
পুঠিয়া প্রতিনিধি।।
পুঠিয়াউপজেলায় বিভিন্ন নকল প্রসাধনী তৈরির একটি কারখানা পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে পুঠিয়ায় উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম কান্দ্রা গ্রামে কারখানার মালিক রুবেলের ভাড়াকৃত বাড়ী থেকে নকল লতা হারবাল স্কীন স্পট ক্রীমসহ বিভিন্ন কোম্পানীর বডি লোশন সহ বিভিন্ন কোম্পানীর নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরির মালামাল জব্দ করে পুঠিয়া থানায় পুলিশ।
বিষয়টি নিশ্চত করে পঠিয়া থানার অফিসার ইনচার্জ সোরওয়ার্দী হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফোর্সসহ ঘটনাস্থলে পৌছালে নকল প্রসাধনী তৈরির কারখানায় মালিক রুবেল ও তার কর্মচারীগণ আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এসসয় কাউকে না পেয়ে সেই বাড়ী তল্লাসী করে বিপুল পরিমাণ নকল লতা হারবাল স্কীন স্পট ক্রীম, বিভিন্ন কোম্পানীর বডি লোশন সহ বিভিন্ন প্রসাধনী তৈরির জিনিসপত্র জব্দ করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে পুঠিয়া থানায় মামলার নকল কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
তারিখ-ঃ০৩-০৯-২০২১ ইং