প্রধানমন্ত্রীকে বাজে কমেন্ট করায় শিবগঞ্জ উপজেলা যুবদল নেতার বিরুদ্ধে থানায় মামলা ও কঠিন প্রতিবাদে-মানববন্ধন
- আপডেট টাইম : ০৬:৪১:১২ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- / ২৯১ ৫০০০.০ বার পাঠক
শেখ শিবলী সরকার রাজশাহী প্রতিনিধি।।
বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে বাজে কমেন্ট করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারী ওরফে শহীদ মিঞা’র, বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। চাঁপাইনবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান ও উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম। বুধবার রাতে পৃথক দুটি এজাহার থানায় দাখিল করেন, আওয়ামী লীগ নেতৃবৃন্দরা।
এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট, জাতীয় পত্রিকার যুগান্তর অনলাইন নিউজ পোর্টালে ”জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন ঠিক আছে। কিন্তু যুদ্ধ করেছিলেন না জিয়াউর রহমান। এমনটাই সংবাদের শিরোনামে যুগান্তর, ফেসইবুক টাইমলাইনে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে অকথ্য ভাষায় বাজে মন্তব্য কমেন্টে লিখেছেন। শিবগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারী ওরফে শহীদ মিঞা। প্রধানমন্ত্রীকে এ ধরনের আক্রমত্মক নোংরা মন্তব্য করায় শিবগঞ্জ উপজেলায় চরম আকারে ক্ষোভ প্রকাশ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সেই সাথে ঐ এলাকায়, বিশৃংখলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাঁর এ ধরনের নোংরা কমেন্টে আমাদের দেশনেত্রী জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে।
এমনকি প্রধানমন্ত্রীকে নিয়ে জঘন্যতম কুরুচীপূর্ণ ইজ্ঞিত করা হয়েছে। এটা কিছুই চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ, নেতৃবৃন্দ মেনে নিতে পাচ্ছে না। এতে পুরো শিবগঞ্জ উপজেলায়, থমথমা অবস্থান বিরাজ করছে। এতে চরম আকারে ক্ষোভ প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ। এসময় বাজে কমেন্টকারী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারী ওরফে শহীদ মিঞাকে ৭২ ঘন্টার মধ্যে অবিলম্বে গ্রেফতার করে তাকে দ্রুত, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবিতে জোর প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেন। শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে তীব্র নিন্দা জোর প্রতিবাদে ও মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা, সাধারণ সম্পাদক আশিফ আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান হিমেল ও সাধারণ সম্পাদক আলী রাজসহ অন্যন্য নেতৃবৃন্দরা।
মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যারা কটুক্তি করে তাদের স্থান এ শিবগঞ্জের মাটিতে হবে না। দ্রুত তাকে গ্রেফতারের জোর দাবি জানান তিনি। এ বিষয়ে জানতে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, শীর্ষ সন্ত্রাসী শহীদুল হক হায়দারী ওরফে শহীদ মিঞাসহ জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। সেই সাথে অবিলম্বে দ্রুত আইনের আওয়ায় এনে যথাযথ শান্তির দাবি জানাচ্ছি
যেনো ভবিষ্যতেও চাঁপাইনবাবগঞ্জ উপজেলা শিবগঞ্জ মাটিতে আর কেউ স্বাধীনতার মহানায়ক পিতা বঙ্গবন্ধুর সুকন্যা রাষ্ট্রনায়ক মানবতার- জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের নোংরা অকথ্য ভাষায় কটুক্তি করার দুঃসাহস করতে আর না পারে। সে বিষয়ে পুলিশের কঠিন নজরদারি রাখা দরকার বলেই। মানববন্ধনে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ।