কাশিমপুর প্রেসক্লাবের ৪ টি পদে উপ নির্বাচন সম্পন্ন
- আপডেট টাইম : ০১:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ৫০২ ৫০০০.০ বার পাঠক
মোঃ আকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।
কাশিমপুর প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি মনির হোসেন মন্ডলের উদ্দোগে ৪ টি পদের উপ নির্বাচন সম্পন্ন,০১/০৯/২০২১ বুধবার সকাল ১০ টা হতে বেলা দুইটা পর্যন্ত বিরামহীন ভাবে ৩৯ জন ভোটার ভোট প্রদান করেন,৪ টি পদে সর্বমোট ১০ জন প্রার্থীর নির্বাচন সম্পন্ন হয়,উক্ত নির্বাচনে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবে খোদা,অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে নিরাপত্তা নিশ্চিত করেছেন কাশিমপুর থানার চৌকস পুলিশ অফিসারদের দিয়ে।প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অত্র ক্লাবের সভাপতি মনির হোসেন মন্ডল সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন আলফাজ উদ্দিন,জাহাঙ্গীর আলম,ভোট প্রদান শেষে ভোট গননা শুরু ও বেলা ৫ টা পরে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন ২৪ ভোট পেয়ে মাজহারুল ইসলাম প্রতিক,তার নিকটতম প্রার্থী মোহাম্মদ আলী সীমান্ত.পেয়েছেন১৫ ভোট ও কবির হোসেন০ ভোট। সহ সভাপতি পদে১৬ভোট পেয়ে মোশাররফ হোসেন মুছা মোল্লা নির্বাচিত তার নিকটত্ব প্রার্থী মোঃ আমিনুল পেয়েছেন ১৩.ভোট আব্দুর রহমান পেয়েছেন ১০ভোট। কোষাধ্যক্ষ পদে মাওঃ মোঃ নেছারউদ্দীন২৪ ভোট পেয়ে নির্বাচিত তার নিকটত্ব প্রর্থী আঃ কুদ্দুস পেয়েছেন১৫ভোট।তথ্য ও আইন বিষয়ক সম্পাদক পদে ২৪ ভোট পেয়ে নির্বাচিত. আব্দুল্লা আল মামুন,তার নিকটত্ব প্রার্থী মৃদুল ধর ভাবন পেয়েছেন১৫ ভোট।বিজয়ীরা বিজয় মালা পরে আনন্দ উচ্ছ্বাস উদ্দীপনা করতে থাকে এমন সময় উক্ত ক্লাবের সভাপতি মনির হোসেন মন্ডল বলেন,হার জিত থাকবেই আজ যারা জয়ী হয়েছেন এবং যারা পারাজিত হয়েছেন আমরা সকলেই মিলিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করে দেশ ও জাতীর কল্যানে কাজ করে জাব ইনশাআল্লাহ,ক্লাবের উন্নয়ন করতে সার্বিক সহযোগিতা করবো আমরা সকলেই,ভোট মুখ্য কোনো বিষয় নয়,আমরা মন থেকে সকল হিংসা-বিদ্বেষ অহংকার ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো এই প্রত্যাশায় আমি সভাপতি মোঃ মনির হোসেন মন্ডল কাশিমপুর প্রেসক্লাব গাজিপুর।সকলের সুস্বাস্থ্য ও দির্ঘআয়ু কামনা করি সকলের উত্তর উত্তর মঙ্গল কামনা করি সুখী সুন্দর জীবন গড়ি।