উখিয়ায় ভূয়া এএসপিসহ তিন যুবক আটক
- আপডেট টাইম : ০১:৩৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ২৪৮ ৫০০০.০ বার পাঠক
চট্টগ্রাম থেকে রিপোর্টার।।
উখিয়ায় এএসপি পরিচয়ে প্রতারণাকালে দুই সহযোগীসহ ৩যুবককে আটক করেছে এপিবিএন সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮-ইষ্ট এর সিআইসি অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক আহসান ইমাম দীর্ঘদিন যাবৎ নিজেকে এডিসি, কখনও এএসপি হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে। সে গোপালগঞ্জ সদরের বরফা পশ্চিম শুকতাইল এলাকার মো: শাহজাহান মোল্লার ছেলে। আর তার দুই সহযোগী হলেন, পটুয়াখালী গলাচিপার বুনিয়া এলাকার আব্দুল হক শিকদারের পুত্র গাড়ির ড্রাইভার মো: মিন্টু ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিষমারি এলাকার মো: মনোয়ার হোসেনের পুত্র মো: মানসুর রহমান।
জানা যায়, বালুখালী পানবাজার পুলিশ ক্যাম্প-৯ এর ক্যাম্প-৮ ইস্ট এর চেকপোস্টে সিগন্যাল অমান্য করে সামনে এবং পেছনে “পুলিশ” স্টিকারযুক্ত একটি নোয়াহ গাড়ি ক্যাম্পের ভেতরে গিয়ে সিআইসি ৮-ইস্ট এর অফিসের সামনে দাঁড়ায়। এ সময় তাদের আচরণবিধি সন্দেহ হওয়ায় পরিচয় জানতে চাইলে গাড়িতে থাকা একজন নিজেকে এএসপি পিয়াল হিসেবে পরিচয় দেন ও নিজেকে ৩৪তম বিসিএস পুলিশের একজন সদস্য বলে দাবী করেন। পুলিশ হেডকোয়ার্টার, মিন্টো রোড ঢাকায় তার পোস্টিং বলে জানায়। ব্যাপক জিজ্ঞাসাবাদে একপর্যায়ে তারা পুলিশের সদস্য নয় বলে স্বীকার করে।