ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির আসামির মৃত্যু
- আপডেট টাইম : ০৯:৩৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ২৬৫ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কয়েদি গতকাল মঙ্গলবার রাতে মারা গেছেন। তিনি একটি মামলায় ফাঁসির আসামি ছিলেন। কারাগার ও হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে।
মারা যাওয়া কয়েদির নাম সারোয়ার কামাল ওরফে লিটন (৫৬)। তাঁর কয়েদি নম্বর ১১৪৮/এ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
সারোয়ারের গ্রামের ময়মনসিংহের ফুলপুর উপজেলার কারাহো গ্রামে। তাঁর বাবার নাম ফজুলল করিম।
কারাগার সূত্র জানায়, কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন সারোয়ার। গতকাল রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কয়েকজন কারারক্ষী তাঁকে দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, হাসপাতালের জরুরি বিভাগে আনার পর সারোয়ারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বাচ্চু মিয়া জানান, সারোয়ারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তাঁর মরদেহের ময়নাতদন্ত হবে।