বাঘায় পদ্মার চরাঞ্চলে বাংলাদেশ জামায়াতের উদ্যোগে ত্রাণ বিতরণ
- আপডেট টাইম : ০৮:০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ২৫৭ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টাস।।
রাজশাহীর বাঘায় পদ্মার চরাঞ্চলে পানিবন্দি অসহায় পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা ও পৌর শাখা সংগঠনের উদ্যোগে দলীয়ভাবে ত্রাণ বিতরণ করা হয়।
বুধবার (২৫আগষ্ট) সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলাম বাঘা উপজেলা ও পৌর শাখার নেতা-কর্মিগণ এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। চকরাজাপুর ইউনিয়নের পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ বিতরন করা হয়।
জানা যায়,পদ্মায় হঠাৎ পানি বৃদ্ধির ফলে উপজেলার চকরাজাপুর ইউনিয়নে অধিকাংশ, গড়গড়ী ইউনিয়নে দুই’শতাধিক ও পাকুড়িয়া ইউনিয়নের কিছু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অসহায় মানুষের এসব দুঃখ,দুর্দশা,কষ্ট দেখে বাংলাদেশ জামায়াতে ইসলাম বাঘা উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে দলীয়ভাবে বন্যার্তদের মাঝে ত্রাণ সমগ্রী বিতরণের উদ্যোগ গ্রহন করা হয়।সে লক্ষে জামায়াত নেতা-কর্মির মাধ্যমে চকরাজাপুর ইউনিয়নের চর এলাকার শতাধিক পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় জেলা শুরা কর্মপরিষদ সদস্য জিন্নাত আলী,উপজেলা জামায়াতের আমির আব্দুল্লা-আল মামুন,উপজেলা নায়েবে আমির মাওলালা আব্দুল লতিফ গড়গড় ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম,বাঘা পৌর জামায়াতের আমির অধ্যাপক সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক ইউনুস আলী,আড়ানী পৌর জামায়াত সভাপতি মনিরুল আযম জিন্জু,চকরাজাপুর ইউনিয়ন জামায়াত সভাপতি আব্দুল খালেকসহ নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।