ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

ভারতের মুসলমানদের নিয়ে বিজেপি নেতার ব্যতিক্রমী কর্মসূচি

  • আপডেট টাইম : ০৩:৪৪:৪৫ অপরাহ্ণ, সোমবার, ২৩ আগস্ট ২০২১
  • / ২২৭ ৫০০.০০০ বার পাঠক

আন্তর্জাতিক রিপোর্ট।।

ভারতের মুসলমানদের নিয়ে বিজেপি এক নেতা ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে। রোববার কয়েকজন মুসলমানের হাতে রাখি পরিয়ে দেন দেশটির উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির ওই বিধায়ক। রায়গঞ্জে নেতাজি সুভাষ রোডে বিজেপি বিধায়কের কার্যালয়ের সামনে পালিত হল এই সাম্প্রদায়িক সম্প্রীতির অনুষ্ঠান।

তার এই ব্যতিক্রমী কর্মসূচি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়,  ভারতের উত্তরবঙ্গে দাঁড়িয়ে একের পর এক বিজেপি নেতারা পশ্চিমবঙ্গ রাজ্য ভাগ করার কথা বলছেন, তখন রাখি বন্ধন দিবস উপলক্ষে সম্প্রীতির বার্তা দিলেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

সম্প্রীতির বার্তা দিয়ে রায়গঞ্জের বিধায়ক তথা শিল্পপতি কৃষ্ণ কল্যাণী জানান, ‘‌এই রাখি বন্ধনের পদপ্রদর্শক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯০৫ সালে এই রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি সিলেট, ঢাকা থেকে হাজারো লোককে আহ্বান করেছিলেন হিন্দু ও মুসলিমের সম্প্রীতির রক্ষার্থে। তার মতাদর্শ ও ভাবধারাকে সামনে রেখে পবিত্র রাখি বন্ধন উৎসব পালিত করা হল। বিধায়ক হওয়ার পর এটাই আমার প্রথম রাখি বন্ধন উৎসব। তাই এই রাখি বন্ধন আমরা উল্লাসের সঙ্গে পালন করলাম।’‌

জিনিউজের খবরে বলা হয়, মুসলিম ভাই-বোনেদের রাখি পরানোর সঙ্গে সঙ্গে মিষ্টি মুখ পড়ান বিজেপি বিধায়ক।

প্রসঙ্গত, কয়েকদিন আগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গ নিয়ে পৃথক রাজ্য গড়ার দাবি করেছিলেন আলিপুরদুয়ারের সংসদ সদস্য জন বারলা। তার ওই দাবির সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকজন বিধায়ক তার সঙ্গে সুর মেলান।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ভারতের মুসলমানদের নিয়ে বিজেপি নেতার ব্যতিক্রমী কর্মসূচি

আপডেট টাইম : ০৩:৪৪:৪৫ অপরাহ্ণ, সোমবার, ২৩ আগস্ট ২০২১

আন্তর্জাতিক রিপোর্ট।।

ভারতের মুসলমানদের নিয়ে বিজেপি এক নেতা ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে। রোববার কয়েকজন মুসলমানের হাতে রাখি পরিয়ে দেন দেশটির উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির ওই বিধায়ক। রায়গঞ্জে নেতাজি সুভাষ রোডে বিজেপি বিধায়কের কার্যালয়ের সামনে পালিত হল এই সাম্প্রদায়িক সম্প্রীতির অনুষ্ঠান।

তার এই ব্যতিক্রমী কর্মসূচি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়,  ভারতের উত্তরবঙ্গে দাঁড়িয়ে একের পর এক বিজেপি নেতারা পশ্চিমবঙ্গ রাজ্য ভাগ করার কথা বলছেন, তখন রাখি বন্ধন দিবস উপলক্ষে সম্প্রীতির বার্তা দিলেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

সম্প্রীতির বার্তা দিয়ে রায়গঞ্জের বিধায়ক তথা শিল্পপতি কৃষ্ণ কল্যাণী জানান, ‘‌এই রাখি বন্ধনের পদপ্রদর্শক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯০৫ সালে এই রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি সিলেট, ঢাকা থেকে হাজারো লোককে আহ্বান করেছিলেন হিন্দু ও মুসলিমের সম্প্রীতির রক্ষার্থে। তার মতাদর্শ ও ভাবধারাকে সামনে রেখে পবিত্র রাখি বন্ধন উৎসব পালিত করা হল। বিধায়ক হওয়ার পর এটাই আমার প্রথম রাখি বন্ধন উৎসব। তাই এই রাখি বন্ধন আমরা উল্লাসের সঙ্গে পালন করলাম।’‌

জিনিউজের খবরে বলা হয়, মুসলিম ভাই-বোনেদের রাখি পরানোর সঙ্গে সঙ্গে মিষ্টি মুখ পড়ান বিজেপি বিধায়ক।

প্রসঙ্গত, কয়েকদিন আগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গ নিয়ে পৃথক রাজ্য গড়ার দাবি করেছিলেন আলিপুরদুয়ারের সংসদ সদস্য জন বারলা। তার ওই দাবির সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকজন বিধায়ক তার সঙ্গে সুর মেলান।