তিতাস নদীতে নৌকা ডুবে স্বামী স্ত্রীর মৃত্যু, ৭ বছরের মেয়ে নিখোঁজ।
- আপডেট টাইম : ০৩:০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ২৪৮ ৫০০০.০ বার পাঠক
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) স্টাফ রিপোর্টার বাবু কাহারুল।। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্পিডবোটের ঢেউয়ের কারণে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে৷ নিহত দম্পতির ৭ বছরের কন্যা সন্তান নিখোঁজ রয়েছে৷
সোমবার (২৩ আগস্ট) বিকালে উপজেলার ভৈরবনগর কুড়েরপাড় এলাকায় তিতাস নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷ নিহতরা হচ্ছে উপজেলার কাইতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে রিয়াদ হোসেন (৩০) এবং তার স্ত্রী লিজা আক্তার (২৩)৷ মেয়ে মারিয়া আক্তার (৭) নিখোঁজ রয়েছে৷
নবীনগর থানা সূত্রে জানা যায়, নিহত রিয়াদ তার স্ত্রী, সন্তান নিয়ে বিদ্যাকুট ইউনিয়নের সোনাপাড়া গ্রামে তার খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে যায়৷ সেখান থেকে তার পরিবারের লোকজন নিয়ে তিতাস নদীতে নৌকা ভ্রমণে যায়৷ আজ দুপুর ১ টার দিকে স্পিডবোটের ঢেউয়ের কারণে নৌকাটিতে পানি উঠে গিয়ে তাৎক্ষণিক ডুবে যায়৷নৌকায় ৯ জন লোক ছিল৷ রিয়াদ, লিজা এবং মারিয়া ব্যতীত বাকীরা সাতরে তীরে উঠে যায়৷
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ টিম শিশু মারিয়াকে উদ্ধার করা চেষ্টা করে যাচ্ছে৷
উপজেলা নির্বাহি অফিসার একরামুল সিদ্দিক এর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মৃত ব্যাক্তিদের দাফনসহ অন্যান্য খরচের জন্য ৪০ (চল্লিশ) হাজার টাকা প্রদান করা হল। এই দূর্যোগপূর্ণ আবহাওয়ায় নদীপথে সবাই সাবধানে চলাচল করুন।