ভারতকে ‘লজ্জা দেওয়া’ সেই লংকান পেলেন সুখবর
- আপডেট টাইম : ১১:৩৬:১৩ পূর্বাহ্ণ, রবিবার, ২২ আগস্ট ২০২১
- / ২৭৭ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
জুলাই মাসে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টেয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে আইপিএলে খেলার সুযোগ পেলেন শ্রীলংকান তারকা লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
আসন্ন আইপিএলের দ্বিতীয় পর্বে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে খেলবেন হাসারঙ্গা। অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পার পরিবর্তে লংকান তারকাকে দলে নিল কোহলিরা।
জুলাই মাসে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অবিশ্বাস্য বোলিং করেন হাসারঙ্গা। তার স্পিনে বিভ্রান্ত হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে ভারত নিজেদের তৃতীয় সর্বনিম্ন ৮১/৮ রানে গুটিয়ে যায়। সেই ম্যাচে চার ওভারে মাত্র ৯ রানে ৪ উইকেট শিকার করে শ্রীলংকার জয়ে অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কার জিতেন হাসারঙ্গা।
এর আগে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে ৩ উইকেট শিকার করেন তিনি। তিন ম্যাচে ৬ উইকেট শিকার করে সিরিজ সেরাও হন ২৪ বছর বয়সী এই লেগ স্পিনার। তিন ম্যাচের সিরিজে শ্রীলংকা জিতে ২-১ ব্যবধানে।
ধারণা করা হচ্ছে ভারতের বিপক্ষে সবশেষ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেই আইপিএলে সুযোগ পেলেন হাসারঙ্গা।
শ্রীলংকান এই লেগ স্পিনারকে দলে নেওয়া প্রসঙ্গে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচ মাইক হেসন হিন্দুস্তান টাইমসকে বলেছেন, গত দুই বছর ধরে সারা বিশ্বের প্রতিযোগিতামূলক ক্রিকেটে যারা ভালো খেলছে তাদের সম্পর্কে আমাদের কাছে তথ্য রয়েছে। দীর্ঘদিন ধরেই ওয়ানিন্দুর দিকে আমাদের নজর ছিল। এমনকি গত আইপিএলে যখন আমাদের দলে পরিবর্তন প্রয়োজন ছিল, তখনও সে আমাদের বিবেচনায় ছিল।