২০২৩ সালের জুন মাস পর্যন্ত পিএসজির সঙ্গে থাকছেন পচেত্তিনো

- আপডেট টাইম : ০৯:১৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ২৮৪ ১৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক রিপোর্ট।।
পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন মাওরিসিও পচেত্তিনো। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের জুন মাস পর্যন্ত ফরাসি ক্লাবটির কোচের দায়িত্বে থাকছেন এই আর্জেন্টাইন।
শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানায় পিএসজি।
গত মৌসুম শেষে গুঞ্জন উঠেছিল, সাবেক ক্লাব টটেনহ্যাম হটস্পারে ফিরতে পারেন পচেত্তিনো। তিনি নিজে অবশ্য বারবার বলেছেন, থাকতে চান পিএসজিতেই। তারই ধারাবাহিকতায় এলো চুক্তি নবায়নের ঘোষণা।
২০১৯ সালের নবেম্বরে টটেনহ্যামের চাকরি হারানোর পর ২০২১ সালের জানুয়ারিতে পিএসজির দায়িত্ব নেন পচেত্তিনো। প্রথমে ২০২২ সালের জুন পর্যন্ত চুক্তি করেছিলেন ৪৯ বছর বয়সী এই কোচ। এখন সেটাই বাড়ালেন আরেক বছর।
পিএসজিতে শুরুটা অবশ্য ভালো হয়নি পচেত্তিনোর। টানা তিনবার লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হওয়ার পর গতবার দলটি হয় রানার্সআপ। অবশ্য এর মাঝেও দুটি শিরোপার স্বাদ অবশ্য পেয়েছেন তিনি, ফরাসি কাপ ও ফরাসি সুপার কাপ।