রাস্তায় ব্যক্তিকে পিটিয়ে হত্যা, এগিয়ে এলো না কেউ
- আপডেট টাইম : ০৬:১৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / ৩১৮ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক ডেস্ক।।
ব্যস্ততম রাস্তায় এক ব্যক্তিকে অনবরত পিটিয়ে হত্যা করেছে দুই ব্যক্তি। এসময় অনেকে ঐ ঘটনা দেখলেও কেউ এগিয়ে আসেনি। ভারতের উত্তরপ্রদেশের গাজিবাদের এমন ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ভুক্তভোগী ব্যক্তিকে পিটিয়ে হত্যার সময় রাস্তা দিয়ে যাচ্ছিল গাড়ি, মটরসাইকেল ছাড়াও নানা যানবাহন। এসময় ঐ ঘটনা অনেকে ভিডিও করছিল কিন্তু কেউ দুই ব্যক্তিকে থামাতে আসেনি, আসেনি ভুক্তভোগী ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই ব্যক্তির নাম অজয়, সোমবার সকালে তাকে পিটিয়ে হত্যা করা হয়।
নিহতের ভাই সঞ্জয় কয়েক দিন আগে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে ঘটনা আপোস করতে বলা হয়।
জানা যায়, এক জায়গায় ফুলের দোকান বসানো নিয়ে নিহত ব্যক্তি এবং অভিযুক্ত গোবিন্দের ঝামেলা বাধে। ভিডিওতে গোবিন্দের সহযোগী অমিতকে অজয়কে পেটাতে দেখা যায়।
ইতোমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে নিহতের ভাইয়ের অভিযোগ আমলে না নেওয়ায় ব্যাপক তোপের মুখে পড়েছে পুলিশ। এনডিটিভি