ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত
- আপডেট টাইম : ০৭:২৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ২৬৭ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার (০৭ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুরসহ বেশ কয়েকটি জেলা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে জানানো হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম ও মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকায়। সীমান্তের মেঘালয় অংশের লাখিপুর থেকে সাত কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের উৎপত্তি।
তবে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘ঢাকার আগারগাঁও থেকে ২৪২ কিলোমিটার উত্তরে ভারতের লাখিপুরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ২। এটা মাঝারি ধরনের ভূমিকম্প। আজ সকাল ৯টা ১৫ মিনিটে ভূমিকম্পটি হয়।’
৩০ সেকেন্ড স্থায়ী কম্পনের সময় আতঙ্কে অনেকেই ঘর থেকে বের হয়ে আসেন। তবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এই ভূমিকম্পের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগ কম্পিত হয়েছে বলে জানান আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা জহিরুল ইসলাম।