নগদ’-এর মাধ্যমে ডেসকো বিদ্যুৎ বিল প্রদান সম্পূর্ণফ্রি
- আপডেট টাইম : ০৭:১৭:৩২ পূর্বাহ্ণ, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ৩৫৭ ৫০০০.০ বার পাঠক
সময়েরকন্ঠ রিপোর্ট।।
ঢাকা, ২৮ ডিসেম্বর ২০২০ মানুষের ভোগান্তিকমাতে ও সময় বাঁচাতে এবং কোনো ধরনের ফি ছাড়া এখন থেকে
ডেসকো-এর বিদ্যুৎ বিল ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে প্রদান করা যাবে।
সম্প্রতি ‘নগদ’ ও ডেসকো-এর মধ্যে এই বিষয়ে চুক্তি হয়।
গত ২০ ডিসেম্বর ঢাকার নিকুঞ্জে ডেসকো সদরদপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘নগদ’-এ ডেসকো-এর
বিদ্যুৎ বিল প্রদানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব জনাব মো. হাবিবুর রহমান,
অতিরিক্ত সচিব ও ডেসকো বোর্ডের চেয়ারম্যান জনাব মোছা. মাকসুদা খাতুন, ডেসকো-এর ব্যবস্থপনা পরিচালক
জনাব মো. কাওসার আমির আলী, ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম, চিফ অপারেটিং অফিসার
‘নগদ’ আশীষ চক্রবর্তী, চিফ করপোরেট অফিসার আনোয়ার হোসেন, ‘নগদ’-এর চিফ মার্কেটিং অফিসার কিংশুক
হক, ‘নগদ’-এর হেড অব ইউটিলিটি বিল ও এডুকেশন পে সোহেল তাসনীম এবং ইস্টার্ন ব্যাংকের
উপমহাপরিচালক ও হেড অব করপোরেট ব্যাংকিং আহমেদ শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব জনাব মো. হাবিবুর রহমান বলেন, ‘ডেসকো ও ‘নগদ’ দুটিই বাংলাদেশ সরকারের
প্রতিষ্ঠান। এই উদ্যোগ আরও আগে হওয়া উচিৎ ছিল। তবুও এমন উদ্যোগ নেওয়ার জন্য উভয়পক্ষকে ধন্যবাদ
জানাই। ‘নগদ’-এর মাধ্যমে ডেসকো-এর বিদ্যুৎ বিল জমা দিলে কোনো ফি না রাখার বিষয়টি চমৎকার হয়েছে।
আশা করি এই উদ্যোগের ফলে মানুষ উপকৃত হবে।’
‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, করোনার সময়ে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা
করেছে ‘নগদ’। এরই ধারাবাহিকতায় ‘নগদ’ কোনো ফি ছাড়া ডেসকো-এর সাথে এই চুক্তি করছে। আমরা এমন
একটি সেবাধর্মী উদ্যোগের সাথে থাকতে পেরে আনন্দিত।
ডেসকো-এর প্রিপেইড ও পোস্টপেইড মিটার গ্রাহকেরা এখন থেকে চাইলেই তাদের ‘নগদ’ ওয়ালেট থেকে বিদ্যুৎ
বিল প্রদান করতে পারবেন। এ ছাড়া ‘নগদ’-এর উদ্যোক্তা পয়েন্ট থেকেওে ডেসকো-এর বিদ্যুৎ বিল প্রদান করা
যাবে। উভয়ক্ষেত্রে গ্রাহকদের অতিরিক্ত কোনো ফি প্রদান করতে হবে না। নগদ’ ও ডেসকো-এর এই উদ্যোগের ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট পার্টনার হিসেবে থাকছে ইস্টার্নব্যাংক লিমিটেড।
গ্রাহকেরা ঢাকার মিরপুর, পল্লবী, কাফরুল, কল্যাণপুর, ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, মহাখালী, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, বারিধারা, বাড্ডা, টঙ্গী এবং পূর্বাচলে ডেসকো-এর সেবাসমূহ পেতে পারেন।
এ ছাড়া নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো), বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি
লিমিটেড (বিটিসিএল) ও তিতাস গ্যাসের বিলও গ্রাহকেরা সরাসরি ‘নগদ’-এর মাধ্যমে প্রদান করতে পারবেন।
পাশাপাশি একাদশ শ্রেণিতে ভর্তি, কোভিড টেস্টের ফি, ক্রেডিট কার্ডের বিল এবং এ ধরনের ইউটিলিটি বিলও গ্রাহকেরা ‘নগদ’-এর মাধ্যমে প্রদান করতে পারবেন।