নারায়ণগঞ্জে করোনায় একজনের মৃত্যু নেই , নতুন আক্রান্ত ৯৫
- আপডেট টাইম : ১০:১৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ২৯৫ ৫০০০.০ বার পাঠক
স্টাফ,রিপোর্টার,নারায়ণগঞ্জ॥ নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো একজনের মৃত্যু হয়েছে। তিনি একজন নারী (৫৫)। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ছিলেন। এ নিয়ে এ পর্যন্ত মোট করোনা ভাইরাসে ২শ’ ২৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ১৪ হাজার ৩শ’ ৪০জন আক্রান্ত হয়েছেন। জেলার সিভিল সার্জনের নিজস্ব ওয়েব সাইটে রবিবার দৈনিক অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৪০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ১ লাখ ১৮ হাজার ৯শ’ ২৫জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত আড়াইহাজারে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৯শ’৫০ জন ও মারা গেছেন ৪ জন, বন্দর উপজেলায় আক্রান্তের হয়েছেন ৯শ’ ৮৩ ও মারা গেছেন ৯ জন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪শ’ ২২জন এবং মারা গেছেন ১শ’ ১৫জন, রূপগঞ্জে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬শ’ ৬২জন ও মারা গেছেন ১৪ জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯শ’২৫ জন ও মারা গেছেন ৪৪ জন এবং সোনারগাঁয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩শ’৯৮জন ও মারা গেছেন ৩৮ জন।