সংবাদ শিরোনাম ::
ক্যামেরুনে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৩৭
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:১৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ৩২১ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক ডেস্ক।।
ক্যামেরুনের পশ্চিমাঞ্চলীয় নেমেলে গ্রামে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ১৮ জন। দেশটির কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
ওই অঞ্চলের সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তা আবসালম মনোনো বলেন, ৭০ আসনের বাসটি ফৌম্বান শহর থেকে রাজধানী ইয়াওনডে দিকে যাচ্ছিল। স্থানীয় সময় রবিবার রাত ২ টা নাগাদ রাস্তায় এক ভিড় এড়াতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে বাসের।
তিনি আরো বলেন, বেশিরভাগ যাত্রী তাদের পরিবারের সঙ্গে নতুন বছর উদযাপনের সময় কাটাতে বাড়ি যাচ্ছিল, কেউ বড়দিন পালন শেষে বা কেউ নতুন বছরের উপহার কিনে ফিরছিলেন।
দুর্ঘটনার পর ওই গ্রামের বাসিন্দারা সাহায্য করার জন্য সেখানে ছুটে আসে। ঐ বাসে ৬০ জনের বেশি যাত্রী ছিলেন।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আলজাজিরা
আরো খবর.......