ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
নতুন পরিবেশবান্ধব আসবাবপত্র তৈরি হচ্ছে পরিত্যক্ত সুপারির খোলসে পার্বতীপুরে সেচ মৌসুম গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপাকে কৃষকরা মোংলায় ফ্যামিলি সাইকেল র‍্যালি নরসিংদীতে বজ্রপাতের পৃথক ঘটনায় মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু জামালপুরে ধানের বাজার মধ্যস্বত্বভোগীরদের দখলে রানীশংকৈলে জিপিএ—৫ পাওয়া ৪ শিক্ষার্থীর স্বপ্ন পূরণের বাধা অর্থিক সংকট কালিয়াকৈরে এক নারী মাদক ব্যবসায়ী হেরোইনসহ গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উৎযাপন উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে হারানো টাকা মালিকের হাতে ফেরত দিয়ে দিষ্টান্ত স্হাপন করলো পুলিশ ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন কতৃক মসজিদ পরিস্কার অভিযান

“রাজধানীতে কুকুরের উৎপাত”

সময়ের অনুসন্ধান রিপোর্ট।।

প্রতিদিন বাড়ছে কুকুরের উৎপাত, করে যাচ্ছেন দিনদিন প্রতি বৎসর দেশে কুকুরের কামড়ে  অনেক লোক মারা যায়,আর যারা বেঁচে যায় তারা অনেক টাকার বিনিময় বেঁচে ফিরছে।   অনেক গরীব লোক আছে  যাদের রীতি মধ্যেই খাবার জোটে না, তাদের যখন কুকুরে কামড় দেয় তখন তাদের কি অবস্থা হয়। কুকুর মানুষকে কামড়াচ্ছে রাস্তায ঘাটে নোংরা করছে,চলাচলে বাধা সৃষ্টি করছে এবং রাতের বেলা ১০ থেকে ১২টি  কুকুর একসাথে হয়ে মারামারী ডাকাডাকী ও ঝগড়া করে  এতে মানুষের ঘুম নষ্ট হয়ে যায়  সারাদিন কাজ করে বাড়ি ফেরার পর রাতে একটু নিরবে ঘুমাবো সেই ঘুম নষ্ট করে দেন এই কুকুর।  আল্লাহ কুরআনে বলেছেন  প্রত্যেকটি প্রাণী এক একটি জাতী, যেমন মশা  মাছি পিঁপড়া  কুকুর বিড়াল ইত্যাদি।  যখন মশা মারছি মারছি হয় তখন আপনারা  কথা বলেন না যখন কুকুর মারা হয়, তখন আপনাদের গায়ে ফোসকা পড়ে। প্রতিদিন কত গরু ছাগল, মহিষ জবাই হচ্ছে তাতে আপনাদের কষ্ট লাগে না যখন কুকুর মারা হয় তখনই আপনাদের কষ্ট লাগে।

অতএব যে প্রাণী কামড় দিলে মানুষ মারা যায় সেই কুকুর না মারার জন্য যারা হাইকোর্টে রিট করেছেন তারা যত লোক কে কুকুরে কামড় দিবে তারা চিকিৎসা দিবে, যত ক্ষতি করবে তারা ক্ষতিপুরণ দিবে এমন কি  তারা রাস্তাঘাটে পরিষ্কার করবেন ও  রাজধানীতে যত কুকুর আছে সব তাদের বাড়িতে নিয়ে রাখবেন।  নয়তোবা উল্টা তাদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে কুকুর মারার ব্যবস্থা করে রাজধানীর বাসিকে শান্তিতে ঘুমাতে দিন ও মৃত্যুর হাত থেকে বাঁচান প্রমুখ। সময়ের অপরাধে চোখ রাখুন

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন পরিবেশবান্ধব আসবাবপত্র তৈরি হচ্ছে পরিত্যক্ত সুপারির খোলসে

“রাজধানীতে কুকুরের উৎপাত”

আপডেট টাইম : ০৫:১৯:০২ অপরাহ্ণ, রবিবার, ২৭ জুন ২০২১

সময়ের অনুসন্ধান রিপোর্ট।।

প্রতিদিন বাড়ছে কুকুরের উৎপাত, করে যাচ্ছেন দিনদিন প্রতি বৎসর দেশে কুকুরের কামড়ে  অনেক লোক মারা যায়,আর যারা বেঁচে যায় তারা অনেক টাকার বিনিময় বেঁচে ফিরছে।   অনেক গরীব লোক আছে  যাদের রীতি মধ্যেই খাবার জোটে না, তাদের যখন কুকুরে কামড় দেয় তখন তাদের কি অবস্থা হয়। কুকুর মানুষকে কামড়াচ্ছে রাস্তায ঘাটে নোংরা করছে,চলাচলে বাধা সৃষ্টি করছে এবং রাতের বেলা ১০ থেকে ১২টি  কুকুর একসাথে হয়ে মারামারী ডাকাডাকী ও ঝগড়া করে  এতে মানুষের ঘুম নষ্ট হয়ে যায়  সারাদিন কাজ করে বাড়ি ফেরার পর রাতে একটু নিরবে ঘুমাবো সেই ঘুম নষ্ট করে দেন এই কুকুর।  আল্লাহ কুরআনে বলেছেন  প্রত্যেকটি প্রাণী এক একটি জাতী, যেমন মশা  মাছি পিঁপড়া  কুকুর বিড়াল ইত্যাদি।  যখন মশা মারছি মারছি হয় তখন আপনারা  কথা বলেন না যখন কুকুর মারা হয়, তখন আপনাদের গায়ে ফোসকা পড়ে। প্রতিদিন কত গরু ছাগল, মহিষ জবাই হচ্ছে তাতে আপনাদের কষ্ট লাগে না যখন কুকুর মারা হয় তখনই আপনাদের কষ্ট লাগে।

অতএব যে প্রাণী কামড় দিলে মানুষ মারা যায় সেই কুকুর না মারার জন্য যারা হাইকোর্টে রিট করেছেন তারা যত লোক কে কুকুরে কামড় দিবে তারা চিকিৎসা দিবে, যত ক্ষতি করবে তারা ক্ষতিপুরণ দিবে এমন কি  তারা রাস্তাঘাটে পরিষ্কার করবেন ও  রাজধানীতে যত কুকুর আছে সব তাদের বাড়িতে নিয়ে রাখবেন।  নয়তোবা উল্টা তাদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে কুকুর মারার ব্যবস্থা করে রাজধানীর বাসিকে শান্তিতে ঘুমাতে দিন ও মৃত্যুর হাত থেকে বাঁচান প্রমুখ। সময়ের অপরাধে চোখ রাখুন