শীতে মারা যাওয়ার উপক্রম বসনিয়ায় তাঁবুতে থাকা অভিবাসীরা
- আপডেট টাইম : ০৬:১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ৩১৫ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক ডেস্ক।।
ভারী তুষারপাত এবং ব্যাপক শীতের কারণে বসনিয়ায় শত শত অভিবাসী তাঁবুতে চরম নাজেহাল অবস্থায় দিন পার করছে। সামান্য কিছু পলিথিন আর ডালপালা দিয়ে মাথা গোঁজার ঠাঁই গড়ে তুললেও শীতের প্রকোপ থেকে তারা রক্ষা পাচ্ছে না।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ভারী তুষারপাতের কারণে সেখানকার তাপমাত্রা কমে গেছে। বসনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে লিপা শিবিরে শীতের প্রকোপ থেকে বাঁচতে মানুষজন পাতলা কম্বল এবং ব্যাগ গায়ে দিয়ে থাকছে।
সম্প্রতি বিহাস শহরের পাশের ওই শিবিরে আগুন লাগে। এতে অভিবাসী শিবিরের তাঁবুগুলো পুড়ে যায়। অগ্নিকাণ্ডের পর বসনিয়া কর্তৃপক্ষ সেখানকার অভিবাসীদের জন্য থাকার যথাযথ ব্যবস্থা করে দিতে পারেনি।
শীত থেকে বাঁচার বা নিজেদের শরীর গরম করার জন্য কোনো উপায়ও নেই তাদের কাছে। অন্যদের দিয়ে যাওয়া খাবারের প্যাকেটের ওপর ভরসা করতে হচ্ছে তাদের। সে কারণে হাজারখানেক মানুষ অসহায় হয়ে মানবেতর জীবনযাপন করছে।