আশিকী থ্রি’র নায়ক সুনীল শেঠির ছেলে আহান
- আপডেট টাইম : ০৭:৪০:১২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / ২৪৪ ৫০০০.০ বার পাঠক
বিনোদন রিপোর্টার।।
বলিউডে অভিষেক হচ্ছে আরও এক তারকা সন্তানের। সুনীল শেঠির মেয়ে আথিয়া এরইমধ্যে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। এবার অভিষেক হচ্ছে সুনীলের ছেলে আহানের। তার প্রথম ছবি ‘তাড়াপ’ মুক্তি পাবে আগামী সেপ্টেম্বরে। এরইমধ্যে বড় বাজেটের ছবির প্রস্তাব পেয়েছেন আহান। সবকিছু ঠিক থাকলে ‘আশিকী থ্রি’তে নায়ক হিসেবে আসছেন আহান। নায়িকা কে হবেন- তা এখনো চূড়ান্ত হয়নি।
‘তাড়াপ’ ছবির কাজ শেষ হয়েছে মার্চে। সেখানেই আহানকে দেখে মনে ধরে প্রযোজক ভূষণ কুমারের। তিনিই আহানকে নতুন ছবিতে চূড়ান্ত করেছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
উল্লেখ্য, ১৯৯০ সালে মুক্তি পায় ‘আশিকি’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেন রাহুল রায় ও অনু আগরওয়াল। মুক্তির পর এ সিনেমা তাদের রাতারাতি তারকা খ্যাতি এনে দেয়। ২০১৩ সালে মুক্তি পায় ‘আশিকি-টু’। ব্যবসাসফল এ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর।