কোনাবাড়ীতে ধর্ষনের অভিযোগ এক যুবক গ্রেফতার
- আপডেট টাইম : ০৯:৪২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ৩০৬ ৫০০০.০ বার পাঠক
মানসুরা আক্তার কাকলী স্টাফ রিপোর্টার।।গাজীপুরে সিটি করপোরেশনের কোনাবাড়ী পারিজাত হরিণচালা এলাকায় এক গার্মেন্টস নারী কর্মীকে ধর্ষণের অভিযোগে মোঃ জুয়েল মিয়া (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানার পুলিশ ।
আজ বুধবার (১৬ জুন) ভোরে কোনাবাড়ী পারিজাত হরিণচালা এলাকার বাসিন্দা মফিজ ড্রাইভারের টিনসেড রুমের ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম ওই নারীর গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি থানার ৬ নং ওর্যাডের ফজল মেম্বারের বাড়ির পূর্ব পাশে মোঃ জহুরুল ইসলামের মেয়ে মোছাঃ নিপা ওরফে রিপা (২০)।
তিনি কোনাবাড়ী পারিজাত হরিণচালা এলাকায় বাসিন্দা মফিজ ড্রাইভারের টিনসেড বাসায় ভাড়াটিয়া। সেখান থেকে হিনটপ গার্মেন্টস নামক প্রতিষ্ঠানে সুইং অপারেটর হিসাবে চাকরি করেন।
একই বাসার ভাড়াটিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চৈতন খালী গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ জুয়েল মিয়া।
দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসার প্রস্তাব দেয় এবং উভয়ের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। এরই প্রেক্ষিতে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে কথা ফুসলাইতে থাকেন।
এরই ধারাবাহিকতায় ৮ জুন ভোর অনুমানিক ৪ টার দিকে ওই তরুনির রুমের ভেতর গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। সর্বশেষ গত ১০ জুন রাত অনুমানিক ১১টার দিকে ওই তরুনির রুমের ভেতর গিয়ে পুনরায় ধর্ষণ করেন। পরে বিয়ের জন্য চাপ দিলে জুয়েল তরুনির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
এ ঘটনায় মঙ্গলবার (১৫ জুন) ভিকটিম ওই নারী বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ মোঃ জুয়েল মিয়া (২১) নামের যুবককে গ্রেফতার করেন।
এ ব্যাপারে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, ভিকটিম নিজেই বাদী হয়ে অভিযোগ দায়ের করে। পরে অভিযোগের প্রেক্ষিতে ভোরে অভিযান চালিয়ে মোঃ জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ জুন) সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।