আসলামের আসনে মিন্টু, সিলেট-৩ হাবিব ও কুমিল্লা-৫ হাসেম নৌকার মাঝি
- আপডেট টাইম : ০৮:৩৪:৪৫ পূর্বাহ্ণ, শনিবার, ১২ জুন ২০২১
- / ২৩০ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
ঢাকা, সিলেট ও কুমিল্লার তিনটি সংসদীয় আসনে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রাজধানীতে আসলামুল হকের মৃত্যুতে শূন্য ঢাকা-১৪ আসনে নৌকার প্রার্থী করা হয়েছে আগা খান মিন্টুকে।
আব্দুল মতিন খসরুর মৃত্যুতে শূন্য কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খান এবং মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে শূন্য সিলেট-৩ আসনে হাবিবুর রহমান মনোনয়ন পেয়েছেন।
শনিবার সকালে আওয়ামী লীগের মনোনয়ন বের্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদের ৩টি আসনের উপ-নির্বাচনে যথাক্রমে ঢাকা-১৪ আসনে আগা খান মিন্টু, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান এবং কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খানকে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়।
করোনাভাইরাস মহামারীর মধ্যেই এই তিনটি আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি।
তফসিল অনুযায়ী আগামী ১৫ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ২৮ জুলাই হবে ভোটগ্রহণ।