সংবাদ শিরোনাম ::
নবীনগরের সলিমগঞ্জে ১০৮০ বোতল এ্যালকোহল মাদক সহ একজনকে গ্রেপ্তার
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
- / ৩৬৫ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার।।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের সলিমগঞ্জে ১০৮০ বোতল এ্যালকোহল মাদক সহ একজনকে গ্রেপ্তার করেছে নবীনগর থানার সলিমগঞ্জ ফাঁড়ির পুলিশ।
তথ্য সূত্রে জানা যায়,সোমবার (০৭/০৬) এস আই নাজিম উদ্দীন সঙ্গীয় এ এস আই ফজলে আলী চৌধুরী ও ফোর্সসহ বিশেষ অভিযানে সলিমগঞ্জ বাজারের আব্দুল ওয়াহাব মাদ্রাসা সংলগ্ন মাহবুব আলম সরকারের হোমিওপ্যাথিক ঔষধের গোডাউন থেকে গোডাউন মালিক মাহবুব আলম সরকার(৩৯),পিতাঃ মৃত সালাম ডাক্তার,সাং মোক্তারাম পুর (নতুন মোক্তারামপুর) কে ১০৮০ বোতল এ্যালকোহল জাতীয় মাদক কথিত হোমিও ঔষধ সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকের ২,১৬,০০০/-টাকা মূল্যের ১০৮০ বতল।মামলার বিষয়টি নিশ্চিত করে নবীনগর অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন, আমরা বিশেষ অভিযান পরিচালনা করে মাহবুব আলম সরকার নামক একজনকে গ্রেপ্তার করেছি,উক্ত ঘটনার সাথে জড়িত পলাতক আসামিরা হলেন, গ্রেপ্তারকৃতের আপন ভাই শামীম পারভেজ(৩৫),শাহীন ডাক্তার(৪৫) ও একই গ্রামের তোফাজ্জলের মিয়ার ছেলে অপু(২২)।আমাদের অভিযান অভ্যাহত থাকবে দ্রুত অপর আসামিদের গ্রেফতার করা হবে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
আরো খবর.......