চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ
- আপডেট টাইম : ০৮:৫৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ২৪৩ ৫০০০.০ বার পাঠক
চাঁপাইনবাবগঞ্জ রিপোর্টার ॥ চাঁপাইনবাবগঞ্জে পাওয়া যাচ্ছে বিনামূল্যের জয় বাংলা অক্সিজেন সেবা। ফোন দিলেই বিনামূল্যে জয় বাংলা অক্সিজেন সেবা পোঁছে যাবে রোগীদের বাসায়। এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, ডাকসু সাদ বিন কাদের চৌধুরী।
বৃহস্পতিবার রাতে তিনি লিখেন, কুরিয়ারে আমরা অক্সিজেন সিলিন্ডার পাঠিয়ে দিই। বর্তমানে সংক্রমণের হার চাঁপাইনবাবগঞ্জ জেলায় সবচেয়ে বেশি। যেসব জেলায় সংক্রমণ বেশি থাকবে ধীরে ধীরে আমাদের সেসব জেলায় মুভ করার পরিকল্পনা রয়েছে। ৫৬ হাজার বর্গমাইলের সবখানে ছড়িয়ে পড়ুক এই সেবা!
‘একটি নতুন ভোরের প্রতীক্ষা’- স্লোগানে কোভিড-১৯ পরিস্থিতির শুরু থেকে আমরা সারাদেশে ধাপে ধাপে চালু করি বিনামূল্যে জয় বাংলা অক্সিজেন সেবা। সংকট যতদিন ততদিন আমাদের এই সেবা অব্যাহত থাকবে। এই সংকটে মানুষের পাশে থাকার প্রত্যয়ে আমরা বিনামূল্যে জয় বাংলা অক্সিজেন সেবা চালু করি! সংকটে-সংশয়ে আমরা আছি আপনার পাশে!
বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফজামান আনন্দ জানান, অক্সিজেন সিলিন্ডারগুলো শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ এসে পৌঁছেছে। ছাত্রলীগ কর্মী এবং সেচ্ছাসেবকরা চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরবহ করবেন।