ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় পরকীয়া প্রেমে সংসার ভেঙেছেন আবুল বাশার
- আপডেট টাইম : ০৪:০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ২৮৬ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিনিধি।।
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বুরাইচ ইউনিয়নের হেলেন্চা গ্রামে পরকিয়া প্রেমে সংসার ভেঙেছেন আবুল বাশার।আবুল বাশারের সংসার সন্তান থাকতেও এক সন্তানের জননী জসিম ইসলামের স্ত্রীর সুমি খাতুনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে জসিম ইসলামের গস্তিত টাকা একের পর এক লুটে নিয়েছেন।গত ২৩/০৫/২০২১ রাত্র ৯ ঘটিকায় স্ত্রী.সুমির সাথে আবুল বাশারের অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকা অবস্থায় আটক করেন স্বামী জসিম ইসলাম।সাথে সাথে এলাকার জনতার হাথে গণধোলাইয়ের শিকার হন আবুল বাশার। গ্রামের কিছু অসাধু লোকের সহযোগীতায় পালিয়ে যেতে সক্ষম হন আবুল বাশার।তবে তিনি পালিয়ে যেয়ে ক্ষান্ত হননি পরকীয়া প্রেমিকাকে নাটেরগুরু বানিয়ে বিভিন্ন হুমকি প্রদান করছেন জসিম ইসলামের পরিবারের উপর, শুধু তাই নয় পরকীয়া প্রেমিকা সুমিকে দাবার গুটি সাজিয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কাহিনীর অবতরন ঘটাইয়া বিভিন্ন অভিযোগ+ মামলা,দিয়ে নাজেহাল করার পায়তারা করছেন আবুল বাশার বাহিনী।বিষয়টি পর্যবেক্ষন করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করেন জসিম ইসলামের পরিবার ও এলাকাবাসী।